নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা কোন রকমে শেষ , , এখন আমি কর্পোরেট __ > সামুতে কেবল ভ্রমণ ব্লগ লিখি , না আসলে লিখতাম আবার লিখা শুরু করবো , , , শার্ট টাইয়ের নিছে বৈরাগী মনটা এখনও জীবিত আছে তাই মাঝে মাঝে সব কিছু তুচ্ছ করে বেড়িয়ে যাই বাংলার পথে থে থে থে থে থে

সাজিদ ঢাকা

ব্লগিং ছেড়ে দিয়েছিলাম , আবার ফিরে এলুম ম ম ম ম ম

সাজিদ ঢাকা › বিস্তারিত পোস্টঃ

< < < < সমসাময়িক বিষয় : আমরা বাংলাদেশি ও জুকারবার্গ > > > >

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

সকল সম্ভবের দেশ বাংলাদেশ কারন সকল কাজে পারদর্শী আমরা বাঙালি। ১৯৬৫ তে বুকে মাইন বেঁধে ইন্ডিয়ান আর্মিকে যেমন রুখে দিয়েছি ৭১ এ আবার পাকিদের বিতারিত করেছে , তার আগে করেছি ব্রিটিশদের।

ইতিবাচক কাজে যতটা পারদর্শী , নেতিবাচকেও কিন্তু কম না। " হুজুগে বাঙালি , চিলে নিয়েছে কান, একে তো নাচুনি বুড়ি, তায় পড়েছে ঢোলের বাড়ি'' ইত্যাদি আমাদের চরিত্রকে তুলে ধরে।

সময় যত দ্রুতই যাক না কেন , তার চেয়ে দ্রুত বদলায় আমাদের আগ্রহের বিষয়। প্রভাবক হিসেবে মিডিয়া আর গরম তেলে আগুন দিতে রাজনীতিবিধরা রো আছেই। একবার মজা পেলেই হল আদায় জল খেয়ে সবাই একসাথে , যেন এক মহা যুদ্ধ শুরু হয়ে গেল।

স্বাধীনতার এতদিনেও পৃথিবীর বহু বহু মানুষ এখনও আমাদের তেমন ভালো করে চিনে না। এখনও অনেক কে আমাদের দেশ চিনাতে হলে ভারতের কথা বলতে হয়। হাতে গোনা কিছু মানুষ যারা দেশের একটি ইতিবাচক ভাবমূর্তি বিশ্বের কাছে তৈরি করছে। তাদের সেই বাড়া ভাতে ছাই ধেলে দিচ্ছি তার চেয়েও দিগুন সংখ্যক মানুষ।

বর্তমানে বেশ কিছু ফেসবুক ব্যবহার কারির আগ্রহের কেন্দ্রবিন্দু জুকারবার্গ সাহেব । তিনি তার ছবিতে কমেন্ট পাবলিক করে দিয়েছেন , আর এই তো সুযোগ আমাদের। উপকারির অপকারের ইতিহাস আমাদের সেই মীর জাফরের আমল থেকে। কোন কিছু শুরু করলে তা তীব্র পর্যায়ে না নিয়ে আমরা শেষ করি না । এই যে জুকারবার্গের ছবিতে আজে বাজে কমেন্ট দেয়া হচ্ছে এর শেষ কোথায় , আপনি কি জানেন ? ? ? ? ? ? ?

আমার কিন্তু জানা আছে , সবাই দেখবেন কাগজে SORRY Zuckerberg , SORRY Zuckerberg লিখে মাফ চেয়ে প্রোফাইল পিকচার দিচ্ছে । এখনও সময় আছে , বহুত মজা নেয়া হইসে , পরে কিন্তু বুমেরাং হয়ে যাবে সব।

কমেন্ট করতে যা না সময় লাগে তার চেয়ে অনেক কম সময়ে আপনি , ওয়াসফিয়া আপুকে একটি ভোট দিতে পারেন , শুধু একটি ক্লিক , প্রতিদিন একটি ক্লিক দেশের জন্য গৌরব নিয়ে আসতে পারে। কিন্তু তা করতে আমরা অনিচ্ছুক কারন , সেই কৌতুক টি জানেন না - - -
আমাদের জন্য তো একটা স্পেশাল জাহান্নাম থাকবে যার কোন পাহারাদার থাকবে না। আসলে প্রয়োজনই পরবে না , কেও উপরে উঠে ভেগে যেতে নিলে আমরাই তো তাকে নামিয়ে আনবো ।
ধন্যবাদ সবাইকে কে কে কে কে কে

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

বাকের ভাই রিটার্ন বলেছেন: আমরা বাঙালী না হুজুগে পাগল না হলে কি আর নামের ইজ্জতটা থাকে বলেন।

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

সাজিদ ঢাকা বলেছেন: :P :P :P

২| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক গুণের মধ্যে আমাদের একটা বেগুণ আছে আর সেটা হলো সুন্দরকে অসুন্দর করা ------ঘেটে ঘেটে কাঁদা বের করা ---------। কি দরকার ছিল এসব করার !!

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৭

সাজিদ ঢাকা বলেছেন: কি যে আনন্দ পায় তারা ই জানে

৩| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪০

এ কে এম রেজাউল করিম বলেছেন:
কেও উপরে উঠে ভেগে যেতে নিলে আমরাই তো তাকে নামিয়ে আনবো ।

উপরের বাক্যটি যথাযত সত্য বাঙ্গালাদেশীদের চরিত্র সংক্ষেপে বলতে হলে ।

দরকার হলে আপন ভাইও অন্য ভাইয়ের পিঠে কুঁরাল দিয়ে কোপ বাসায়ে দেবে যাতে সে আর সামনে অগ্রসর হতে নাপেরে ।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৮

সাজিদ ঢাকা বলেছেন: আমরা সবাই রাজা , আমাদের এই রাজার রাজত্তে

৪| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৪৯

একুশে২১ বলেছেন: জুকারবার্গ সাহেব বাঙ্গালীদের ভালো ভাবে চিনবে এইবার যে বাঙ্গালী কি জিনিস। এক "এড মি" এর যন্ত্রনায়ই তো পাগল হয়ে যাবে।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৯

সাজিদ ঢাকা বলেছেন: আই কুইট লিখে ভেগে যাবে ফেবু থেকে

৫| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: একুশে২১ বলেছেন: জুকারবার্গ সাহেব বাঙ্গালীদের ভালো ভাবে চিনবে এইবার যে বাঙ্গালী কি জিনিস। এক "এড মি" এর যন্ত্রনায়ই তো পাগল হয়ে যাবে।

=p~ =p~ =p~ =p~ =p~

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৯

সাজিদ ঢাকা বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.