নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.পরলোকগত লেখক হুমায়ূন আহমেদের নতুন বই
“মৃত্যুর আগে ও পরে"(সায়েন্স ফিকশান)
২.আনিসুল হকের আরো দুটি বই
“আমার একটা প্রেমকাহিনী আছে”(১৮+)
এবং
“আমাকে একটা হাতির বাচ্চা কিনে দিবা?”(ভৌতিক)
৩.বিতাড়িত লেখিকা তসলিমা নাসরিনের
“ছেলেরাও তেঁতুল”(চার বছর নিষিদ্ধ থাকার পর)
৪.অনন্ত জলিল রচিত, সম্পাদিত, প্রকাশিত, প্রচ্ছদিত দুটি বই
“ভালো চলচ্চিত্র বানানোর ১০০টি টিপস এবং ১টি ফাও”(গবেষণাধর্মী)
এবং
“একেই বলে শ্যুটিং”(রম্য)
৫.সংগীতশিল্পী মিতা হকের
“সাবধানে থাকিও নারী ঘোমটার আড়ালে”(সংস্কৃতিবিষয়ক)
৬.রানা প্লাজা’র বিখ্যাত সোহেল রানা’র
“আমার কুনো দোষ নাই”(স্বীকারোক্তিমূলক)
৭.হুসেইন মুহম্মদ এরশাদ রচিত
“আমি এক-কথার মানুষ”(রহস্য উপন্যাস)
৮.মুন্নী সাহা’র
“এরশাদের গোপন প্রণয়”(স্ক্যান্ডাল)
৯. এফএমখ্যাত আরজে ম্যারিয়া’র
“বাংলা+ইংরেজি+হিন্দি= কে বলে দূষণ? ইহা সমসত্ত্ব মিশ্রণ”(রসায়ন বিষয়ক)
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫
স্বাধীন আকন্দ বলেছেন: ভাই সিরিয়াসলি তো!
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬
হাসান মাহবুব বলেছেন: হাহা! প্রথমে ডজ খায়া গেসিলাম।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬
স্বাধীন আকন্দ বলেছেন: ডজ দেওয়ার জন্যই এই পোস্ট হাসান ভাই!!!
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৩
পাঠক১৯৭১ বলেছেন: হুমায়ুনের 'দেয়াল' কেনা ভুল হবে।
আনিসুলের বই না কেনে তার বইয়ের উপর পেশাব করা দরকার।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮
স্বাধীন আকন্দ বলেছেন: লেখকদের সম্পকে মন্তব্য করতে চাই না। কারো প্রিয় আবার কারো অপ্রিয়, তাই না?
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাই পোস্টের ট্যাগে রম্য শব্দটা এড করেন, তা না হলে অনেকে সত্য মনে করে ভুল করতে পারে
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫২
স্বাধীন আকন্দ বলেছেন: শুরুতেই ভেবেছিলাম অনেকে সিরিয়াসলি নিবে। পরে ভাবলাম 'না থাক। অনেকেই হতাশ হয়েও মজা নিবে। তাই 'রম্য' শব্দটা ট্যাগ করলাম না!!!
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: অনন্ত জলিল পর্যন্ত এসে বুঝতে পেরেছি!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৩
স্বাধীন আকন্দ বলেছেন: ধ্যাত! বুঝে ফেললেন কেন?
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫
রাজীব নুর বলেছেন: হুম।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০১
স্বাধীন আকন্দ বলেছেন: অবশ্যই হুম! (গুরুগম্ভীর ইমো হবে)
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ব্যাপক আশা নিয়ে পোষ্টে আসিয়া অনন্ত জলিল দেখিয়া ভাবিলাম অসম্ভব বলিয়া কিছু নেই , হইলে কিন্তু পাবলিক খাবে , নেগেটিভ মার্কেটিং অতি উত্তম জিনিস !
শেষের দিকের গুলো পড়ে নিশ্চিন্ত হইলাম মজা দিসেন
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭
স্বাধীন আকন্দ বলেছেন: নিছক মজা দেওয়ার জন্য আর কি!
অনন্ত জলিল বই লিখলে পাবলিক অবশ্যই খাবে!
আমার এই পোস্টও তো প্রায় খেলো!!!
কী বলেন?
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি তো সত্যি মনে করলাম
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯
স্বাধীন আকন্দ বলেছেন: পোস্ট দেয়াটা তাহলে সার্থক হলো!
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১২
আমিই মিসিরআলি বলেছেন:
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩
স্বাধীন আকন্দ বলেছেন: ব্যা ব্যা ব্যা!!!
১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৪১
ভারসাম্য বলেছেন: আমি রানা প্লাজার সোহেল পর্যন্ত এসে বুঝছি
+++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬
স্বাধীন আকন্দ বলেছেন:
১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৭
তরিকুল ইসলা১২৩ বলেছেন: আমি তো দেখি বেশি পরিমাণে বিশ্বাসী
৭.হুসেইন মুহম্মদ এরশাদ রচিত
“আমি এক-কথার মানুষ”(রহস্য উপন্যাস)
এই জায়গায় আইসা বুঝছি
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯
স্বাধীন আকন্দ বলেছেন: আজকাল বিশ্বাসী মানুষের বড় অভাব!
ধন্যবাদ।
১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০২
ইখতামিন বলেছেন:
ডজ দিলেন শেষ পর্যন্ত!!!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫২
স্বাধীন আকন্দ বলেছেন: আপনিও ডজ খাইলেন শেষ পর্যন্ত!!!
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩
মোমেরমানুষ৭১ বলেছেন: ভাই সিরায়সলি কইছেন? আমি কিন্তু নাম গুলো নোট করা শুরু করছিলাম