নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তি পেয়েছে অনন্ত জলিলের মোস্ট ওয়েলকাম-২! এ উপলক্ষে আমি অনন্ত জলিলের একটি একান্ত সাক্ষাতকার নিয়েছি...
(দয়া করে অনন্ত-ভক্তরা দূরে থাকুন!)
প্রশ্ন: শুরুতেই মোস্ট ওয়েলকাম-২ নিয়ে প্রশ্ন। হঠাত সিকুয়েল বানানোর ইচ্ছা হল কেন আপনার?
অ.জ: দেখুন, আজকে বাংলা চলচ্চিত্রকে এই জায়গায় আনার পিছনে আমিই কিন্তু পধান ভূমিকা পালন করেছি। আজ দর্শক হলে আসছে, আমার মুবি দেখার জন্যই কিন্তু। আমিই ডিজি- টালমুবি বানানোর অগ্রনায়ক। তাই চিন্তা করলাম, আমিই পথম সিকুয়েল বানাই না কেন!
প্রশ্ন: গত বছর মুক্তি পেয়েছিল আপনার ব্যাপক আলোচিত-সমালোচিত ছি:নেমা 'নি:স্বার্থ ভালোবাসা'। আপনার অই ছি:নেমার নাম নি:স্বার্থ ভালোবাসা কেন? ছি:নেমায় ত দেখা যায়, বর্ষা নিজের স্বার্থের জন্য অনন্তকে ভালোবাসে...
অ.জ: আপনার ব্যাকারনগত জ্ঞান কম বোধহয়। 'নি:স্বার্থ ভালোবাসা' মানেই হল যে নিজের স্বার্থে ভালোবাসে। আর 'স্বার্থপর' মানে যে পরের স্বার্থে ভালোবাসে।
প্রশ্ন: তাহলে রিয়েল বর্ষা কি স্বার্থপর না নি:স্বার্থ?
অ.জ: অফ কোস স্বার্থপর!
প্রশ্ন: আপনার পরবর্তী কোন ছি:নেমায় অনন্তর বিকল্প কি কাউকে চিন্তা করেছেন?
অ.জ: এই পশ্ন করার সাহস আপনাকে কে দিল? একটা ক্লিয়ার কাট কথা বলে রাখি দর্শক সোতাদের উদ্দেশ্যে। বাংলা মুবিতে অনন্তর বিকল্প কেন অনন্তর সমকক্ষ কেউ নাই!
প্রশ্ন: আমি আসলে সেটা মিন করি নি বস। আমি বলতে চাইছি, আপনার ছি:নেমায় যদি অন্য নায়ক কে নেয়া হয়, তবে সে ছি:নেমার ভবিষ্যত কী?
অ.জ: সেই মুবির কোন ভবিষ্যত আকচুয়েলি জিরো। আমি অনন্ত জলিল বাংলার মোস্ট ওয়েলকম হিরো। দর্শক আসলে আমাকে দেখতেই হলে যায়।
প্রশ্ন: সামনে কী ধরনের ছি:নেমা বানানোর ইচ্ছা আছে?
অ.জ: আমার মুবিতে আকশন, রোমান্স, সাস্পেনশন সবি থাকে। শুধু কমেডিটা থাকে না। কমেডি আমার পছন্দ না। আমার মুবি দেখে অডিয়েন্স হাসুক, এটা আমি চাই না। সামনে হরর মুবি বানানোর ইচ্ছা আছে।
প্রশ্ন: মোস্ট ওয়েলকাম-২ তে আপনি একাধারে প্রযোজক,পরিচালক, চিত্রনাট্যকার, নায়ক। পরবর্তী ছি:নেমায় আমরা কি অনন্তকে আরো অন্যকোন ভূমিকায় দেখতে পাবো?
অ.জ: এই বিষয়টা নিয়ে আমিও অনেক চিন্তা করেছি। সামনে ইচ্ছা আছে নায়িকার ক্যারেক্টারে অভিনয় করার। সবি ত হল, শুধু এটাই বাকি।এই নিয়ে দুএকজন পরিচালকের সাথে কথাও বলেছি। তারা বলেছেন, আমার চেহারাটা নায়িকা হিসেবেও যায়।
প্রশ্ন: ছি:নেমার প্লটটা কেমন হবে তাহলে?
অ.জ: সায়েন্স ফিকশান-টাইপের। মুবির অর্ধেক গল্প এগোবে আমি নায়ক হিসেবে। মাঝামাঝি গিয়ে দেখা যাবে হরমোন চেঞ্জ করে আমি নায়িকা হয়ে গেছি! বাকীটা মুবি নায়িকা হিসেবেই এগোবে।
প্রশ্ন: এ ধরনের ছি:নেমা ত হলিউড-বলিউডেও বানানো হয়নি! সেক্ষেত্রে রিস্ক হয়ে যায় না? আর বর্ষা ভাবীরই বা কী হবে?
অ.জ: অনন্ত জলিল রিস্ক নিতে বয় পায় না কখনো। আর মুবিটা বানাবো আমি। কে কোন ক্যারেক্টার করবে সেটা আমি দেখবো, বর্ষা না।
প্রশ্ন: মোস্ট ওয়েলকাম-২ এ আপনার ইংলিশ প্রোনান্সিয়েশন অনেকটা ইম্প্রুভ হয়েছে বলে সমালোচকরা বলছেন। সেক্ষেত্রে দর্শক কমে যাওয়ার কোন সম্ভাবনা আছে? অনেক দর্শকই আপনার ইংলিশ প্রোনান্সিয়েশন শুনতে হলে যায় কিনা...
অ.জ: আমার ইংলিশ পোনান্সিয়েশন কখনোই খারাপ ছিল না। যারা বলে তাদেরই শোনায় পবলেম।
প্রশ্ন: ' নাম্বার ওয়ান শাকিব খান', 'মাই নেম ইজ খান', 'হিরো দ্য সুপারস্টার' ইত্যাদি ছি:নেমাগুলোর নাম শাকিব খানকে ত নাম্বার ওয়ান বানিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে অনন্ত জলিলের সাথে এই নামগুলো মিলে না। তবে কি...
অ.জ: এক্ষেত্রে আমি শাকিব খানের উদ্দেশ্যে এটুকুই বলবো, আপনাকে হিরো বলে হিরো সে নয়, লোকে যারে হিরো বলে হিরো সে হয়।
প্রশ্ন: এক আকাশে দুটি চাদ কখনো উঠে না। সেক্ষেত্রে বাংলা চলচ্চিত্র-আকাশে অনন্ত জলিল ও শাকিব খান, দুজনেই যদি চাদ হতে চান তবে কি দর্শকদের উচিত হবে না, যে আপনাদের দুজনকে অর্ধচন্দ্র দেয়া?
অ.জ: কে বলেছে আপনাকে শাকিব খান চাদ? শাকিব খান একজন তারকা মাত্র। বাংলার চলচ্চিত্র-আকাশে একটিই চাদ, সেটা অনন্ত জলিল।
(সাক্ষাতকারটি কাল্পনিক। কাউকে হেয় করার উদ্দেশ্যে নয়)
২| ১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
রাজা বাহাদুর বলেছেন: +++++
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ বেশ বেশ সাক্কাতকার নিয়েচেন তো।
অজর মুবির পেলান শুইনা হেচকি খাইছি। আমার সোনার (সাকার সোনা তত্ত্ব নয়) পবলেম থাকলেও পড়ায় নাইক্যা! তাই সাক্কাতকারে আসল খাটি অজকে জেনে খুপ খুশী!!!