নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকিল১৯৭১

শাকিল১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

খইয়াছড়া

২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

এখন পর্যন্ত আমার সেরা ভ্রমন, যা এডভেঞ্চার এ ভরপুর। এ এক ভয়ঙ্কর সুন্দর এর হাতছানি। যা উপেক্ষা করা সত্যি কঠিন। আমরা প্রথমে এক মাইল থেকে বেশি কাদা মাখা রাস্তা পায়ে হেঁটে গেলাম। তারপর ভাবলাম যাত্রা শেষ, কাঙ্খিত ঝরনা এখনি পেয়ে যাব। সেকি, তারপর শুরু হল পাহাড় এর ছড়াই। বিপদজনক পিচ্ছিল রাস্তা। যেহেতু অনেক উপরে, পড়লেই নিশ্চিত দুর্ঘটনা। অবশেষে আরও এক মাইল এর মত পাহাড়ে হেঁটে পেয়ে গেলাম কাঙ্খিত ঝরনা। সেকি সুন্দর। কোন কথা নেই, পাথরে ঝরে পড়া পানির নিছে নিরবে দাড়িয়ে রইলাম। গাইড বলল, " আপনারা যেই ঝরনা দেখছেন, তার উপরে আরও সুন্দর আরেকটি ঝরনা আছে। যেখান থেকে এটায় পানি আসে। কিন্তু না উঠাই ভাল। জীবন এর চরম ঝুকি আছে।" আমরা পাঁচ জন ছিলাম। আমি সহ তিন জন সাহস করে উঠার প্রস্তুতি নিলাম। শুরু হল পিচ্ছিল খাড়া পাহাড় বেয়ে উঠা। কখন পাহাড়ি লতা ধরে, আবার কখন গাছ এর জড় ধরে। পা টা পিছলে যাচ্ছিল। একবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, আমি ভয়ে একটি গাছ জড়াই ধরে আছি। ‪‎সাকিব‬ লক্ষ করে একটি পাহাড়ি লতা হাতে এনে দিল। বার বার মনে হতে লাগল, আমি কি ভুল করলাম ? না উঠলেই হত। এখন জীবন - মরন টানাটানি। প্রায় ত্রিশ কিংবা তারও বেশি সময়ের চেষ্টায় উপরে উঠলাম।

উপরে উঠেই মনে হল ,না আমি ভুল করি নি। সুন্দর, চারিদিকে শুধু সুন্দর

এইখানে ছবি আছে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার ভ্রমণকাহিনীটা পড়ে ভালো লাগলো !
লেখা পোস্ট করার আগে বানানগুলি একটু দেখে নিবেন ।

ভালো থাকুন ।

১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

শাকিল১৯৭১ বলেছেন: ধন্যবাদ আপনার উপদেশের জন্য।

২| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৪

আমাবর্ষার চাঁদ বলেছেন: সুন্দর বর্ননা....... আর ছবি গুলোও অসাধারন....

ঢাকা থেকে কিভাবে যাব আর খরচ কেমন... বিস্তারিত জানালে উপকৃত হতাম... ধন্যবাদ

১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

শাকিল১৯৭১ বলেছেন: অনেক দিন ব্লগে আসি নি।
আশা করি এত দিনে উত্তর পেয়ে গেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.