নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবহেলিত শামস্‌

সামাজিক কাজে অংশ গ্রহন করতে চাই।

শামস্‌ মো: জিয়াউল হক

ব্লগে যাহা লিখব তা যেন প্রকাশ করা হয়।

শামস্‌ মো: জিয়াউল হক › বিস্তারিত পোস্টঃ

প্লিজ , জনগন কে বিভ্রান্ত করবেন না!!!!!!!!!!!!!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

ইদানিং কালে আমাদের এই দেশে যা কিছু ঘটেছে তা থেকে কিছুই তো বুঝা যাচ্ছে না!!!!!!!!!!!!!



জামায়াত শিবের এর রাজনীতি নিষিদ্ব করতে হবে, এ নিয়ে কোন আপোস নেই।কারণ যারা চায় নি, এই বাংলাদেশের জন্ম হউক, তারা কিভাবে এই দেশে থাকে, আমার মাথায় আসে না!!!!!!!!!!!!!!! তাদেরকে ত ঝেটিয়ে বিদায় করা উচিত।



আমরা শাহবাগ এর আন্দোলন থেকে যে সকল কর্মসূচি ঘোষনা করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো, যে সকল আর্থিক প্রতিষ্ঠান জামায়াত দ্বারা পরিচালিত, সেই সকল প্রতিষ্ঠান কে বর্জন করতে হবে, কিন্তু আমাদের মিডিয়া চ্যনেল গুলো কি করছে???????? তারা তএখোনো ঐ সকল প্রতিষ্ঠান থেকে ব্যবসা নিয়েই যাচ্ছে..............................???????



মাননীয় সরকারের প্রতি বিনীত অনুরোধ, সঠিক সময়ে সঠিক সিদ্বান্ত নিতে দেরি করবেন না, এই মুহুর্তে দেশের সকল জন গন আপনাদের সাথেই আছেন।



আর জামায়াত যাতে মসজিদ কেন্দ্রিক রাজনিতি করতে না পারে, নামাজ শেষ হওয়ার সাথে সাথে মসজিদে তালা বন্ধ করার ব্যবস্থা করুন। মসজিদ জামায়াত এর বঅ-দাদার সম্পত্তি না, এই মসজিদ আমাদের সকল মুসলিম জাতির, আমরা চাই না, আমাদের এই পবিত্র স্থান কে ব্যবহার করে কেউ সুবিধা আদায় করুক।



জামায়াত রা আমাদের এই পবিত্র স্থানটিকে পর্যন্ত অপবিত্র করে তুলছে। গন্ডোগোল-হামলা করে মসজিদে আশ্রয় নেয়ার জন্যই কি মসজিদ???????????? ,

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

দূরবী৩২১ বলেছেন: ভালোই তো আমাদের জাতীয় পতাকায় আগুন বাইতুল মোকারমে আগুন আর শহীদ মিনার ভেঙ্গে দিল ভালো না | এবার শালাদে পাছায় আগুন ধরাতে হবে | তা না হলে নামাজের স্থান, পতাকা আর শহীদ মিনার সাথে কিছু করা মানে আমার অস্তিত্বে আঘাত করা আমার পরিচয়ে আঘাত করা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.