নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছেটাই প্রবল; লেখালেখি দুর্বল

চারপাশে আত্মমুগ্ধ আদিমতাবোধ, আর গ্রন্থিবদ্ধ চিন্তা; সেখান থেকে মুক্তির পথ খুঁজি...

সেতু আশরাফুল হক

All time young and well ইমেইল করুন: [email protected] @লেখক কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

সেতু আশরাফুল হক › বিস্তারিত পোস্টঃ

রাজাকারের দাড়ি

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬



টকটকে লাল রক্তমাখা

রাজাকারের দাড়ি,

একাত্তুরে ওদের হাতেই

ধর্ষিত হয় নারী।

জোব্বা টুপির আলখাল্লায়

ছদ্ববেশী বর্ম,

ওদের হাতেই ভূলুণ্ঠিত

মানবতার ধর্ম।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

তোতা মিয়া বলেছেন: আবার কেন দাড়ি-টুপি-জুব্বা এসব নিয়ে কবিতা। বলি জগতে তোমার জন্য আর কোন ভাব ছিল না। তোমাকে দিয়া কবিতা হবে না। আজকের পর থেকে তুমি আর কবিতা লেইখ্য না। আমারে দেখ না। সারা জীবন মানুষের শিখানো বুলিই আওরাইয়া গেলাম।

একটা মৌলিক কিছু নিয়া লেখ। কাওকে খুশি করার জন্য লেখ না। নিজের তৃপ্তির জন্য কলম ধর। বুঝলা কিছু। তোতা ভাইয়ের কথা বিফল হয় না।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২

সেতু আশরাফুল হক বলেছেন: জ্বি জনাব আমি কাউরে খুশি করার জন্য লিখি না। যা লিখি তা নিজের তৃপ্তির জন্যই লিখি। আপনি খুশি হন নাই বুঝছি। মনে প্রশ্ন জাগে রাজাকারগো মতো আপনার অথবা আপনার পূর্বসুরীগো রক্তমাখা দাড়ি আছে কি না?

না থাকলে উত্তর দিয়েন না, থাকলে দিয়েন।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১

অতলঅর্ণব বলেছেন: দাড়ি টুপি জুব্বা নিয়া কটূক্তি করিস।

তুই শাহবাগি তুই শাহবাগি

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

সেতু আশরাফুল হক বলেছেন:
তুই রাজাকার, তুই রাজাকার।

বাংলা ভাষাটা একটু ভাল করে শিখবি। কোনটা কুটুক্তি আর কোনটা উপমা-উৎপ্রেক্ষা বুঝবার ক্ষমতা যে তোর নাই তা নিশ্চিত।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

চিগিমিকি বলেছেন: আমার দাড়িকাটিং পোস্টগুলো দেখতে পারেন

দাড়িওয়ালা ভণ্ডগুলা নিপাত যাক, নিপাত যাক !

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

সেতু আশরাফুল হক বলেছেন:

ভন্ডগুলা নিপাত গেলে
শিরনি দেবো গাঁ'য়ে,
রাজাকারের ফঁসি দিয়েই
চুমুক দেবো চা'য়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.