নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছেটাই প্রবল; লেখালেখি দুর্বল

চারপাশে আত্মমুগ্ধ আদিমতাবোধ, আর গ্রন্থিবদ্ধ চিন্তা; সেখান থেকে মুক্তির পথ খুঁজি...

সেতু আশরাফুল হক

All time young and well ইমেইল করুন: [email protected] @লেখক কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

সেতু আশরাফুল হক › বিস্তারিত পোস্টঃ

লালা হুজুরের প্রতি কৃতজ্ঞতা

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:০০

আহাম্মক শফি ওরফে লালা হুজুর নিয়া সংসদে যে বাতচিৎ হৈল তাতে আমাগো পাড়ার রশিদ মিয়ার খুব আনন্দ হৈছে। তিনি আনন্দে আত্মহারা হৈয়া তাহার রসের লালা প্রকাশ্যে ছড়াইতে লাগছে। এতো দিন পরে তিনি হেফাজতে ইসলাম আর বিরোধী দল বিম্পির সমর্থন পাইলেন। এখন তার শুধু লাইসেন্স টা দরকার। তাইলে তো সামনের বার থাইক্কা অন্যের মা-বইনগো চাটতে কোন সমস্যা নাইক্কা। সাপোর্টে তো দুই দুই টা দল আছেই তার মইধ্যে একটা আবার ইসলামী শরিয়তে জায়েজ বানাইয়া দিবো।



রশিদ মিয়া লালা হুজুরের প্রতি অসীম কৃতজ্ঞতা বোধ করে। সে যতোবার হুজুরের ডায়লগ গুলা মনে মনে আওরায় ঠিক ততোবার সুরসুরি অনুভব করে, ততোবার লোল আসিয়া জমা হয়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:১৬

বাংলার ছেলে আমি বলেছেন: আল্লামা শফী সাহেবের এমনো কথা বলা মুটে ও ঠিক হয়নি।
তিনি জিন্‌সের প্যান্ট শার্ট পরা মাইয়া গো কেন যে তেঁতুল কইতে গেলেন।
উনি তো এখনও ডিজিটাল হইতে পারেন নাই।
উনার বলা উচিত ছিল __ wow she is sexy, looking hot, what a mal.
তখন প্রধানমন্ত্রীও বুঝতে পারতেন যে শফী সাহেব ডিজিটাল হইয়া গেছেন।
সবাই প্রশংসা করতো আল্লামা শফী ইজ এ ডিজিটাল মৌলভী।

(ফেসবুক থেকে সংগ্রহীত)

২| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:১৯

চানাচুর বলেছেন: ব্লগেও অনেক লালা হুজুর আছে। ভাই তারাও কিন্তু অনেক কৃতজ্ঞ!! :-/

২২ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৪

সেতু আশরাফুল হক বলেছেন: আপনার আগের মন্তবে দেখা পেয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.