![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
All time young and well ইমেইল করুন: [email protected] @লেখক কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত
বিবর্ণ পাতা
---------------
পৃথিবী ধূসর হয়ে যায়, রঙলেগে থাকে শুধু স্মৃতিতে। সবুজেরা আন্দোলিত হয়, চারপাশের আনন্দরা বিরক্ত করে নিয়ত। ওদের হাসিগুলো যেন বোকামিতে ভরা।
বেহায়াপনার কারনে অভিশপ্ত হোক ওরা, স্বপ্নগুলো ভেঙে যাক কাঁচের মতোন। খসে যাক সমস্ত তারকারাজি, এই বৃক্ষতলে।
আমার বিবর্ণ শরীর জ্বলে যায় পৃথিবীর রঙধনু দেখে। ঝরে পরার আগে এ আমার শেষ অভিশাপ।
মা
----------------
তুমি এক মুর্খ চাষা, তুমি এক হীন।
মাটির মমতায় সোঁদা গন্ধ মেখে এক জেদী বালকের মতো বক্রতা তোমার।আমরা এনেছি সুসংবাদ; তোমার পায়ের নিচে খনন করে তুলে আনবো অনন্ত ঐশ্বর্য।
তবু তুমি বলে যাও একই কথা। এ মৃত্তিকাকে মা বলে ডেকে যাও ক্লান্তিহীন।
০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৩
সেতু আশরাফুল হক বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৪৬
জাহাঙ্গীর.আলম বলেছেন: সুন্দর লিখেছেন ৷