![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
All time young and well ইমেইল করুন: [email protected] @লেখক কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত
অভিমানী ভালবাসা
আমার বুকের জন্য নরকের সমস্ত উত্তাপ,
বোদনাবোধের যতো আবহবিদ্যার প্রবনতা
দিয়েছ অপার, সুনিশ্চিত।
আমাদের মনের সোপানে আজ প্রশ্নবিদ্ধতা,
সন্দেহের বর্ধিষ্ণু প্রহরগুলো আলাদা গন্ধে
পাল্টেছে তার বর্ণিল রূপ ও রস, প্রতিবারেই।
সৌন্দর্য তাই মিলিয়ে গেল।
দু’জনের মাঝে পাপবিদ্ধতা,
পাষন্ড মনোবিকার; পরস্পরের প্রতি অবিশ্বাসে
গড়ে ওঠা ফাঁক, ঘৃণা, ভাললাগার ভঙ্গিকেও যেন
মরা-ফাঁপানো করে তোলে।
আর তাই যন্ত্রণার সমস্ত উপসর্গগুলি
আজো তেমনি থেকে গেছে।
ভ্রম হয় মর্ষকামিতার বাতুলতায়, তোমারে;
যতো অসাড়তাবোধ, ইন্দ্রিয়জাত ত্রুটি-বিচ্যুতি
কি করে ঘোঁচাই বলো!
মনোযোগের মাত্রায় যে অসংলগ্নতার ভেদ,
উপ-যোজন যখন বিমুর্তবোধে রয়ে যায় শুধু
বয়ে যায় ভালবাসার দিব্যলোকে। ফেরত আসে না
অনুরণ-আসক্তি, কোন নরম নূতন স্তনে।
যুক্তির নিরিখে যখন ভালবাসা পরিমাপ হলো;
বুঝলাম পরস্পরের নিকট আমরা কতটা বন্ধী।
কালো মেঘের দলকে অবহেলায় ঠেলেছি পায়ে,
ভালবাসার সততায় মুখ ফিরিয়েছি পলকে;
কিন্তু হায় বাস্তবতা!
ঝড়তো নিজের শক্তি বড়িয়েছে এই অজ্ঞতায়।
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২০
সেতু আশরাফুল হক বলেছেন: ধন্যবাদ
২| ১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো
৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪০
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালো লাগলো।
বৈশাখী শুভেচ্ছা!!
৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
নিসাব বলেছেন: joTil................
১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৯
সেতু আশরাফুল হক বলেছেন: ধন্যবাদ সবাইকে।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর!!