নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছেটাই প্রবল; লেখালেখি দুর্বল

চারপাশে আত্মমুগ্ধ আদিমতাবোধ, আর গ্রন্থিবদ্ধ চিন্তা; সেখান থেকে মুক্তির পথ খুঁজি...

সেতু আশরাফুল হক

All time young and well ইমেইল করুন: [email protected] @লেখক কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

সেতু আশরাফুল হক › বিস্তারিত পোস্টঃ

প্রেমসংক্রান্তি

১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:২৫

অভিমানী ভালবাসা

আমার বুকের জন্য নরকের সমস্ত উত্তাপ,

বোদনাবোধের যতো আবহবিদ্যার প্রবনতা

দিয়েছ অপার, সুনিশ্চিত।



আমাদের মনের সোপানে আজ প্রশ্নবিদ্ধতা,

সন্দেহের বর্ধিষ্ণু প্রহরগুলো আলাদা গন্ধে

পাল্টেছে তার বর্ণিল রূপ ও রস, প্রতিবারেই।

সৌন্দর্য তাই মিলিয়ে গেল।

দু’জনের মাঝে পাপবিদ্ধতা,

পাষন্ড মনোবিকার; পরস্পরের প্রতি অবিশ্বাসে

গড়ে ওঠা ফাঁক, ঘৃণা, ভাললাগার ভঙ্গিকেও যেন

মরা-ফাঁপানো করে তোলে।

আর তাই যন্ত্রণার সমস্ত উপসর্গগুলি

আজো তেমনি থেকে গেছে।



ভ্রম হয় মর্ষকামিতার বাতুলতায়, তোমারে;

যতো অসাড়তাবোধ, ইন্দ্রিয়জাত ত্রুটি-বিচ্যুতি

কি করে ঘোঁচাই বলো!



মনোযোগের মাত্রায় যে অসংলগ্নতার ভেদ,

উপ-যোজন যখন বিমুর্তবোধে রয়ে যায় শুধু

বয়ে যায় ভালবাসার দিব্যলোকে। ফেরত আসে না

অনুরণ-আসক্তি, কোন নরম নূতন স্তনে।

যুক্তির নিরিখে যখন ভালবাসা পরিমাপ হলো;

বুঝলাম পরস্পরের নিকট আমরা কতটা বন্ধী।



কালো মেঘের দলকে অবহেলায় ঠেলেছি পায়ে,

ভালবাসার সততায় মুখ ফিরিয়েছি পলকে;

কিন্তু হায় বাস্তবতা!

ঝড়তো নিজের শক্তি বড়িয়েছে এই অজ্ঞতায়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর!!

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২০

সেতু আশরাফুল হক বলেছেন: ধন্যবাদ

২| ১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো

৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভালো লাগলো।
বৈশাখী শুভেচ্ছা!!

৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

নিসাব বলেছেন: joTil................ B-)

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৯

সেতু আশরাফুল হক বলেছেন: ধন্যবাদ সবাইকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.