নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছেটাই প্রবল; লেখালেখি দুর্বল

চারপাশে আত্মমুগ্ধ আদিমতাবোধ, আর গ্রন্থিবদ্ধ চিন্তা; সেখান থেকে মুক্তির পথ খুঁজি...

সেতু আশরাফুল হক

All time young and well ইমেইল করুন: [email protected] @লেখক কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

সেতু আশরাফুল হক › বিস্তারিত পোস্টঃ

জীবন কি এটুকুতেই থেমে যাবে?

২৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

মনে হয় দুঃস্বপ্ন দেখছি। জীবন কি এটুকুতেই থেমে যাবে? ডাক্তার কোন আশার বানী শোনালো না, খুব নিরেট সত্যকে তিনি সহজেই প্রকাশ করে দিলেন। জন্ম থেকেই ছিলাম এক কিডনীধারী, সেটাও ডিজওর্ডার। খুবই অল্প সময়, যেন এই কথা শুনতে শুনতেই শেষ হয়ে এলো জীবন প্রদীপ। অনেক আশায় বুক বেঁধে এসেছিলাম ভেল্যুর শহরের সিএমসি হাসপাতালে। এক সময় সেটাও ভাবিনি, ভাবিনি যে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবো। কিন্তু আমার মায়ের মতো বড় বোন তাঁর অপার স্নেহের ছায়ায় আশ্রয় দিয়ে আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। যা আমার পক্ষে করা সম্ভব ছিল না। বিদেশের মাটিতে আশার আগে চরম দারিদ্র, হতাশা এবং চিকিৎসাহীন জীবন কিভাবে কেটেছে তার বর্ণনা দেয়া আমার পক্ষে সম্ভব নয়। শুধু এটুকু বলতে পারি যে, সে সময় জীবন টিকিয়ে রাখাটাই ছিল একমাত্র লক্ষ্য।.



বাড়ি থেকে বেড়িয়ে এসেছিলাম আট বছর আগে। নিজের পছন্দে বিয়ে করেছি বলে সন্তুষ্ট হননি বাবা-মা; যৌতুকের কথা মুখ ফুটে বলেন নি বটে কিন্তু কথার ধারে বুঝিয়েছেন শতেক বার। স্ত্রীর মর্যাদা রক্ষার জন্য শেষ পর্যন্ত ঘর ছেড়েছি, অন্যভাবে সরাসরি বলা যায় ছাড়তে বাধ্য হয়েছি। ফল কিছুমাত্র মানবিক ছিল না, উত্তরাধিকার হারিয়েছি পুরোপুরি। এখন উপায়?



একজন অসুস্থ্য মানুষকে জেনে শুনে ভালবেসে যে কাছে এসেছে, যে আমার সবচেয়ে বড় বন্ধু, যে আমার প্রেমিকা যে আমার স্ত্রী সে শুধু রয়ে গেছে। ভালবাসা দিয়ে যেন বাঁচিয়ে রাখতে চায়। কিন্তু জগৎ কি সেটুকু বুঝবে?



আমার কিডনী ট্রান্সপ্লান্ট করতে হবে, নয়তো রক্ষা নেই। কিভাবে সম্ভব? এই মুহুর্তে হাতে এক টাকাও নেই যে, চিকিৎসা করবো। বড় বোন অর্থাৎ আমার স্ত্রীর বড় বোন, এ যাবত তাঁর সাধ্যের চেয়েও বেশি করেছেন। তাঁরও তো সীমা আছে। তাঁর নিজের সংসার-স্বামী-সন্তান সেদিকেও তো দেখতে হবে। বন্ধু-বান্ধবের সাহায্যের হাত আর কতদূর হবে সেটা কল্পনা করতেও ভয় লাগে।



এ অধম লিখতে ভালবাসতো। লিখতে লিখতে এক সময় লেখক হতে চেয়েছিল, হয়তো সে আশা অপূর্ণ থেকে যাবে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.