![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
All time young and well ইমেইল করুন: [email protected] @লেখক কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত
বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল উচ্চমাধ্যমিক শ্রেণির বাংলা বইয়ের পরিবর্তন হবে। হাতে এসে পৌছেনি, কি থাকবে কি থাকবে না তাও কোনভাবে জানতে পারিনি। তবুও প্রথম বর্ষের পাঠ শুরু করতে হবে, এ কারণে পুরাতন সিলেবাস থেকে হৈমন্তী গল্পটি শিক্ষার্থীদের মাঝে পাঠ দেয়া শুরু করেছি। এর রূপ, রস, গন্ধ আমার প্রিয় ছাত্রছাত্রীদের মাঝে মেলে ধরতে আমার প্রতিবারই আনন্দ হয়। এ গল্পের ভাষা মাধুর্য আমাকে মোহিত করে তোলে; আমি আপ্লুত হয়ে উঠি বাস্তবতার সাথে এর চরিত্র গুলোর নিবির সাদৃশ্যে। আমি বারবার এ গল্পের বর্ণনার সাথে ছাত্রছাত্রীকে নিজের জীবনের দৃষ্টিভঙ্গিকে বদলাতে বলি, বলি দৃঢ় সিদ্ধান্ত নিতে, আবেগ আর বিশ্বাসকে নির্ভর করে যাতে অন্ধকারে কেউ ঝাপিয়ে না পরে তার কথা বলি। তাই ভাবলাম আর যাই হোক এ গল্পটি তো আর পরিবর্তন হবে না। কিন্তু মগজের সিদ্ধান্ত বাস্তবে মিলল না। দ্বিতীয় দিন এক ছাত্র নতুন বই হাতে তুলে দিল। খুঁজে দেখলাম হৈমন্তী গল্পটি নেই। বুকের ভেতর মুচড়ে উঠলো গল্পটির জন্য।
রবীন্দ্রনাথের ''হৈমন্তী'' গল্পটি উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের আর পড়ানো হবে না।
©somewhere in net ltd.