নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছেটাই প্রবল; লেখালেখি দুর্বল

চারপাশে আত্মমুগ্ধ আদিমতাবোধ, আর গ্রন্থিবদ্ধ চিন্তা; সেখান থেকে মুক্তির পথ খুঁজি...

সেতু আশরাফুল হক

All time young and well ইমেইল করুন: [email protected] @লেখক কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

সেতু আশরাফুল হক › বিস্তারিত পোস্টঃ

পরামর্শ চাই

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৮

এক

’তাহারা এবং হাজার সরীসৃপ’ গল্প সংকলনটির বর্ধিত সংস্করণের কাজ প্রায় শেষ। বইটি আগামী মাসে পাঠক বন্ধুদের হাতে তুলে দেয়ার আশা করছি।

আমার বিপুল পরিমান চিকিৎসা ব্যয়ের কিছুটা এ বইটির মাধ্যমে সংগ্রহ করা যাবে বলে আশা করছি। এ ব্যপারে উৎসাহ দিয়েছে আমার অনুজ প্রতিম বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোঃ ফারুক হোসেন, এছাড়া দীপঙ্কর ঘোষ, ডা. শাশ্বতী তুলি ও আমার স্ত্রী। বইটি প্রায় ৫ফর্মার হবে, অর্থাৎ ৮০পৃষ্ঠার একটি সংকলন, বোর্ডবাঁধাই। ভেতরে প্রতিটি গল্পের শুরুতে ছোট একটি ইলাস্ট্রেশন থাকবে যেটা ছোটভাই জন এঁকে দিচ্ছে, সে চট্টগ্রাম চারুকলার ছাত্র। প্রচ্ছদের দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম বিশ্বাবিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক শ্রদ্ধেয় অধ্যাপক রাহমান নাসির উদ্দিন স্যার।



বর্তমানে বইটি নিয়ে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা জরুরী হয়ে পড়েছে। যে কারণে সকল বন্ধু ও শুভার্থীকে অনুরোধ করছি এ স্ট্যাটাসে আমাকে পরামর্শ দিন। বিষয়গুলো হলো:-

১. বইটির মূল্য কত রাখা যায়? যেহেতু আমার চিকিৎসা ব্যয় মেটানোর জন্য এই প্রকাশনা, তাই একটু বাড়তি মুল্য রাখতে হবে। তবে সেটা কত হলে ভাল হয়?

২. বইটি কোন প্রকাশনী থেকে প্রকাশ করলে তাতে খরচ বেশি হবে। তাই প্রকাশক হিসেবে আমার বন্ধুরা/ আমি নিজে/ আমার স্ত্রীকে রাখতে পারি কিনা? অর্থাৎ প্রকাশক ও পরিবেশক খরচ বাঁচানো যাবে।

৩. বইটি অনলাইনের মাধ্যমে পরিবেশন করার জন্য টেকনিকেল সাপোর্ট আমার নেই। সেটা কিভাবে পাওয়া যাবে?

৪. সেই সাথে প্রকাশনা ও পরিবেশনার বিষয়ে বিকল্প পরামর্শ।



আামি আমার সকল বন্ধুর প্রতি আহ্বান জানাচ্ছি, আমাকে পরামর্শ দেয়ার জন্য। বন্ধুরা, তোমরাই আমার সবচেয়ে আপনজন, আমাকে বেঁচে থাকার এ যুদ্ধে তোমরাই পারো জয়ী করে তুলতে। তোমাদের পরামর্শের অপেক্ষায়....



দুই

আমার কিডনী ট্রান্সপ্লান্ট সার্জারি এবং পোস্ট-সার্জারির জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তা সংগ্রহের জন্য আমার এটাই হলো অন্যতম উপায়। সাহায্য সহযোগীতা চেয়ে বন্ধুরা এর মধ্যেই অনেক প্রচারণা চালিয়েছেন, আমার কর্মক্ষেত্রে সহকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, প্রিয় ছাত্রছাত্রীরা ছুটে এসেছে যে কোন ধরনের সাহায্য করতে, ফেসবুকের বন্ধুরা ইভেন্ট খুলে সকলের কাছে সাহায্য চাইছে; তারপরও ঐ বিপুল পরিমাণ অর্থের যোগান সম্ভব কিনা আমার জানা নাই। এই অবস্থা থেকে ’তাহারা এবং হাজার সরীসৃপ’ গল্প সংকলনটি তহবিল সংগ্রহের জন্য সেরা উপকরণ হতে পারে বলে মনে হয়। এর ফলে বন্ধুরা, শুভাকাঙ্খীরা কোন কোন অস্বস্থিকর অবস্থা থেকে রেহাই পাবেন। আমারও প্রয়োজন পুরণ হবে বলে আশা করি।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.