নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছেটাই প্রবল; লেখালেখি দুর্বল

চারপাশে আত্মমুগ্ধ আদিমতাবোধ, আর গ্রন্থিবদ্ধ চিন্তা; সেখান থেকে মুক্তির পথ খুঁজি...

সেতু আশরাফুল হক

All time young and well ইমেইল করুন: [email protected] @লেখক কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

সেতু আশরাফুল হক › বিস্তারিত পোস্টঃ

ফসকে গেল রাজাকারের পালের গোদা

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫০

আমাদের ঘৃণাস্তম্ভ গুলোও আজ স্তম্ভিত। ফসকে গেল রাজাকারের পালের গোদা। আমাদের আনন্দিত হবার কিছু নেই, বরং আফসোস হচ্ছে যে শেষ পর্যন্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করা গেল না। তবু যে এ বাংলার মাটিতে একবার বিশ্বাসঘাতক সে চিরদিন ঘৃণার সাগরে ভেসে যাবে, আমাদের বোধে-বিশ্বাসে উদগীরণ করবে আরও একটি নাম, ‘গোলাম আজম’। কোন বাঙালি চেতনাধারী তাঁর সন্তানের নাম রাখবে না এই দুই শব্দে; যারা রাখবে তারাও এক সময় এসে পাল্টে ফেলবে, লজ্জিত হবে এমন বিশ্রী শব্দ দুটিকে দিয়ে নিজের পরিচয় দিতে। ‘মীরজাফর’-এর পাশাপাশি ‘গোলাম আজম’ একই অর্থ বহন করবে বাংলা অভিধানে। আমেন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:০১

খেলাঘর বলেছেন:

তার বিষাক্ত দেহ যেন বাংলার মাটিতে ফেলা না হয়।

২| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:২১

হোদল রাজা বলেছেন: দুনিয়ায় তো বিচার হলো না।

সাজা না পেয়েই পগার পার... বিচার চাই হাশরের ময়দানে

৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৩০

রাফা বলেছেন: অভিধানীক একই অর্থ বহন করে-গো.আজম ও মির্জাফর।

বাংলাদেশের আকাশে বাতাসে আর বিষবাস্প ছড়াতে পারবেনা এই নরপিশাচ।

জয় বাংলা~~

৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: এইসব পালের গোদা রাজাকারগুলোর কুখ্যাত পাশবিক চেহারা মূর্তি নিয়ে একটা 'দুঃসহ স্মৃতি' স্তম্ভ / ঘৃণ্য স্তম্ভ/স্কয়ার নির্মাণ করা হোক , যেখানে সাধারণ জনগণ ঐ সব রাজাকার স্তম্ভ/মুর্তির গয়ে পাথর ছুঁড়ে মারা জাতীয় কিছু করতে পারবে এবং নতুন প্রজন্ম এইসব রাজাকারদের ব্যাপারে একটা পরিষ্কার ধারনা পাওয়ার আরও একটি উৎস পাবে ।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৭

সজীব৬১৪ বলেছেন: আমার মনে হয় শুধু মাত্র এদের বিচার করে দেশের সার্বিক উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এদের বিচার তো সবার আগে করতে হবে, তারপর একে একে দেশ স্বাধীন হবার পর যত হত্যা হয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় টিকে থাকার জন্য, তার সব গুলোর বিচার করতে হবে।
শুধুমাত্র জনগনকে ধোকা দেয়ার জন্য কোন কিছু করলে জনগন তা মেনে নিবে না। একদিন না একদিন জনগন ফুশে উঠবেই।
তবে এটা ঠিক যুদ্ধপরাধীদের বিচান নিয়ে একটা রাজনৈতেক খেলা হচ্ছে। আমার বুঝতে পারি, কিন্তু কিছু করতে পারি না।
আমাদের একটাই সান্তনা বিচার তো হচ্ছে। অন্য কোন সরকারতো বিচার করে নাই।
বিচার হওয়াটাই আমাদের মত সাধারন জনগনের কাছে সান্তনা।

আসলের কি আমরা সঠিক বিচার পাচ্ছি। আসলেই এটা হওয়ার কথা ছিল।
গোলাম আজম কে কি বাংলাদেশের নাকরিক বলা যাবে ?

অনেক কথা বলে ফেললাম, ভুল হলে ক্ষমা করে দিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.