নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছেটাই প্রবল; লেখালেখি দুর্বল

চারপাশে আত্মমুগ্ধ আদিমতাবোধ, আর গ্রন্থিবদ্ধ চিন্তা; সেখান থেকে মুক্তির পথ খুঁজি...

সেতু আশরাফুল হক

All time young and well ইমেইল করুন: [email protected] @লেখক কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

সেতু আশরাফুল হক › বিস্তারিত পোস্টঃ

টাকার অংকে মাদকের সংবাদ প্রকাশ কি ঠিক হচ্ছে?

১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫২

খবরের শিরোনাম যখন এমন, “চট্টগ্রামের কর্ণফুলিতে ১০ কোটি টাকার ইয়াবা আটক”-তখন আতঙ্ক লাগে। প্রশাসন এবং মিডিয়া কি বিজ্ঞপ্তি দিয়ে মাদকের বাজার মূল্য নির্ধারণ করে দিচ্ছে? মাদক তা সে যে কোন মূল্যেই বিক্রি হোক না কেন, তা রাষ্ট্র এবং প্রশাসন দ্বারা স্বীকৃত হতে পারে না। কিন্তু তাই করা হচ্ছে। এতে মুনাফালোভী মানুষের আগ্রহ বেড়ে যাবে, নৈতিকতার ও মানবিকতার কোন তোয়াক্কা না করেই অতি মুনাফার হিসাব কষে অনেকেই জড়িয়ে পড়বে এই অবৈধ মাদক ব্যবসায়।
পুলিশ প্রশাসন হয়তো টাকার অংকে বিচার করে নিজেদের মোটাদাগে নিজেদের সাফল্যকে উজ্জল করছে; কিন্তু মিডিয়া কি করছে? তারা কি বিষয়টি ভেবে দেখছে না, তারা যে সংবাদ পরিবেশন করছে তা যে সমাজে নেতিবাচক প্রভাব তৈরি করছে সে ব্যপারে কে তাদের স্মরণ করিয়ে দেবে? তারাই তো তৃতীয় নয়নের কাজ করবেন।
অনেকে বলে থাকবেন তবে কিভাবে সংবাদ প্রকাশ করা উচিত? হ্যাঁ, মাদকের সংখ্যা উল্লেখ করাই তো যথেষ্ট। সংবাদের মাদকের সংখ্যা, পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাক্ষাতকার, মাদকের ক্ষতিকর প্রভাব্ সম্পর্কে চিকিৎসকের অভিমত, সমাজ বিজ্ঞানীদের সাক্ষাতকার, মনোরোগ বিশেষজ্ঞের অভিমত ইত্যাদি প্রতিটি সংবাদের সাথে বারবার প্রকাশ ও প্রচার করার প্রয়োজন রয়েছে। যা ঐ টাকার অংকে মাদকের মুল্য নির্ধারণ করার চেয়ে ঢের বেশি জরুরী।
সুতরাং এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় যে, মাদকের সংবাদ প্রকাশে প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়া টাকার অংকে পরিমান প্রকাশ না করে সংখ্যা প্রকাশ এবং সেই সাথে বারবার মাদকের ভয়াবহতা নিয়ে সংবাদ প্রকাশ করে দেশের যুবসমাজকে সচেতন করবেন।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৮

আমিনুর রহমান বলেছেন:




আপনার সাথে সহমত !

১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৫

সেতু আশরাফুল হক বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই। অনেকদিন পরে লিখলাম, হাতটা খুলছে না। বই কি পেয়েছেন? সামুতে চোখ রাখতে ঝামেলা হচ্ছে, সমস্যা যে কবে মিটবে খোদা মালুম।

২| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০০

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন ভ্রাতা । একমত জানাই ।

১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৮

সেতু আশরাফুল হক বলেছেন: ধন্যবাদ। সবাই মিলে বিষয়টাকে আলোচনা করি, ফোরামে নিয়ে আসি তবে হয়তো কিছুটা চেঞ্জ হতে পারে। ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন এক সময়ে বড় পরিবর্তনে রূপ নিতে পারে বৈকি।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭

অগ্নি সারথি বলেছেন: সহমত

১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৯

সেতু আশরাফুল হক বলেছেন: ধন্যবাদ।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৭

 বলেছেন: সহমত

১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩০

সেতু আশরাফুল হক বলেছেন: ধন্যবাদ।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৩

মৃদুল শ্রাবন বলেছেন: কেমন আছেন সেতু ভাই??

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৯

সেতু আশরাফুল হক বলেছেন: চেষ্টা করছি, কিন্তু সত্যি বলছি ভাল থাকতে পারছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.