![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
All time young and well ইমেইল করুন: [email protected] @লেখক কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত
ওর স্বপ্নগুলো লিখবাে লিখবাে করে লিখে উঠতে পারছি না। কিভাবে লিখবো বুঝে উঠতে পারছি না। ও আমাকে সব সময় লিখতে বলতো, আমি লিখতাম না।" বলত আমি আছি লিখ ভুল হলে ঠিক করে দিব।"
এখন তো ঠিক করে দেওয়ার কেউ নেই, কথা যদি অসংলগ্ন হয় তবে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
তাঁর শেষ স্বপ্নটি ছিল শীতার্থ মানুষের জন্য শীত বস্ত্র বিতরণ করতে যাবে, আমাকে বলেছিল কাপড় গুছিয়ে রাখতে।
তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি, শেষ থেকেই শুরু করবো। আগামী ২০-২১ তারিখে রংপুর যাচ্ছি ওর যত পোশাক ছিল সবকিছু নিয়ে। যারা রংপুরে আছেন সাহায্য করবেন আশা করি।
একে একে সব আপনাদের জানাবো পরবর্তীতে কি করবো।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৯
প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইল আপনার প্রতি।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫৬
ডি মুন বলেছেন: সেতু ভাইয়ের শেষ স্বপ্নটা পূরণ হোক।
আপনার কাজের সার্বিক সাফল্য কামনা করছি।
দোয়া রইলো।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:০৫
মৃদুল শ্রাবন বলেছেন:
কিভাবে যে কমেন্টস শুরু করবো বুঝতে পারছি না। খুব সকালে ঘুম থেকে উঠলাম। বিজয় দিবসের র্যালীতে যাচ্ছি। যাবার আগে ভাবলাম একটু ব্লগে টু মেরে যাই। ঢুকেই দেখলাম আপনার পোষ্ট। কমেন্টের জন্য আর হাত সরছিল না। বিজয়ের এই দিনে মনটা কেমন যেন অবশ হয়ে উঠলো। একজন মানুষ কিভাবে তার কর্মের মধ্যে বেঁচে থাকে সেটা বুঝতে পারছি। সেতু ভাইয়ের পোষ্টে আপনার কথা পড়েছি। আজ জানলাম আসলেই আপনি একজন মহিয়সী। সেতু ভাইয়ে আমরা বাঁচাতে পারিনি কিন্তু আপনি ঠিকই বাচিয়ে রেখেছেন।
আমরা আপনার পাশে আছি। তার স্বপ্নগুলোকে সত্যি করতেই হবে।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭
অপূর্ণ রায়হান বলেছেন: রংপুরবাসী ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি।
অনেক শুভকামনা রইল।।
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩১
আলম দীপ্র বলেছেন: অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল ।
সেতু ভাইয়ের শেষ ইচ্ছেটা পূরণ হোক ।
রংপুরবাসী ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি।
৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো
রংপুরবাসী ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি।
৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩১
মামুন রশিদ বলেছেন: পথচলায় শুভকামনা । সেতু ভাইয়ের আত্মা শান্তি পাক ।
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অজস্র শুভেচ্ছা রইলো।
১০| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২১
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৩
এহসান সাবির বলেছেন: নামটা দেখে চমকে উঠলাম.......
তারপর মনে পড়ে গেল আপানার গত পোস্টের কথা।
সেতু ভাইয়া জন্য দোয়া।
আপনার জন্য শুভ কামনা সব সময়।