![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমাকেই বলে দেব, কি যে একা দীর্ঘ রাত.........
আমি হেটে গেছি বিরান এ পথে........
আমি তোমাকেই বলে দেব, সেই ভুলে ভরা গল্প......
কড়া নেড়ে গেছি ভুল দরজায়.....
ছুয়ে কান্নার রং, ছুয়ে জোছনার ছায়া.......
আমি কাউকে বলিনি, সে নাম..........
কেউ জানেনা, না জানে আড়াল.......
জানে কান্নার রং, জানে জোছনার ছায়া.......
তবে এই হোক তীরে জাগুক প্লাবন.......
দিন হোক লাবণ্য হৃদয়ের শ্রাবন.......
তুমি কান্নার রং, তুমি জোছনার ছায়া.......
আমি তোমাকেই বলে দেব, কি যে একা দীর্ঘ রাত.....
আমি হেটে গেছি, বিরান এ পথে......
আমি তোমাকেই বলে দেব, সেই ভুলে ভরা গল্প.....
কড়া নেড়ে গেছি, ভুল দরজায়........
ছুয়ে কান্নার রং, ছুয়ে জোছনার ছায়া.....
( সঞ্জীব চৌধুরী)
(পোস্ট টি ব্লগার টানজিমা ভাইকে উৎসর্গকৃত )
কেন জানি মনে হল টানজিমা ভাই্য়ের মনটা কিছুদিন ধরে খুব খারাপ। উনার মন তাড়াতাড়ি ভাল হয়ে যাক এই কামনা করি। ভাল থাকুন টানজিমা ভাই সব সময়।
১৬ ই অক্টোবর, ২০১০ রাত ২:৪৫
শিমুল আহমেদ বলেছেন: কি আজিব ব্যপার আপনি কই থ্যিকা উদয় হইলেন?
আপনাকে তো অনলাইনে দেখলাম না কিছুক্ষন আগেও।খবর পাইলেন কেমনে? আমনে জ্বীন ভূত নাকি? ভুশ বাইরে মন খারাফ দেখলে ভালা লাগে না। সব সময় আপনার হাসিমাখা চাঁদমুখ দেখতে চাই।
ভাল থাকবেন সব সময়।
২| ১৬ ই অক্টোবর, ২০১০ রাত ২:৪২
আর.এইচ.সুমন বলেছেন: (সঞ্জীব চৌধুরী) বাংলা সংগীতের আকাশে এক উজ্জল নক্ষত্র ছিলেন ......দাদা তুমি ভালো থেকো .......
আমার অন্যতম প্রিয় একটা গান...(++)
১৬ ই অক্টোবর, ২০১০ রাত ২:৪৭
শিমুল আহমেদ বলেছেন: দাদার প্রতি শ্রদ্ধা। আপনাকেও মেলা ধন্যবাদ।
৩| ১৬ ই অক্টোবর, ২০১০ রাত ২:৪৫
রুবেল আহম্মদ বলেছেন: শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।সাথে শুভকামনা।
১৬ ই অক্টোবর, ২০১০ রাত ২:৪৮
শিমুল আহমেদ বলেছেন: আপনার জন্যও শুভকামনা। ভাল থাকবেন সব সময়।
৪| ১৬ ই অক্টোবর, ২০১০ রাত ২:৪৮
স্বদেশ হাসনাইন বলেছেন:
প্রিয় গান
+++
১৬ ই অক্টোবর, ২০১০ রাত ২:৪৯
শিমুল আহমেদ বলেছেন: ধন্যবাদ হাসনাইন ভাই। ভাল থাকবেন।
৫| ১৬ ই অক্টোবর, ২০১০ রাত ৩:০০
হাসান মাহবুব বলেছেন: সঞ্জীবদার এক অসামান্য সৃষ্টি। এই গানটির কিছু অংশ তার স্ত্রী লিখেছিলেন...
১৬ ই অক্টোবর, ২০১০ রাত ৩:০৩
শিমুল আহমেদ বলেছেন: বাহ্ একটা নতুন তথ্য জানলাম। ধন্যবাদ হামা ভাই।
টানজিমা ভাইয়ের জন্য কিছু বলবেন কি?
৬| ১৬ ই অক্টোবর, ২০১০ রাত ৩:১৪
টানজিমা বলেছেন: আমার কি আর সে কপাল আছে??.....(দীর্ঘশাষ)@৫ নাম্বারের জবাব।
১৬ ই অক্টোবর, ২০১০ রাত ৩:২১
শিমুল আহমেদ বলেছেন:
৭| ১৬ ই অক্টোবর, ২০১০ রাত ৩:১৬
সুনীল সমুদ্র বলেছেন:
ভীষণ ভালো লাগা এক গান। এক অমর সৃষ্টি।
এই গান এর উপর ভিত্তি করে সঞ্জীব চৌধুরী স্মরণে লেখা আমার কবিতাঃ
তুমিতো বলতে চেয়েছিলে আমাকেই...
১৬ ই অক্টোবর, ২০১০ রাত ৩:২৭
শিমুল আহমেদ বলেছেন: আসলেই গানটি অন্য রকম একটা অনুভূতির সৃষ্টি করে বুকের মাঝে। সঞ্জীবদার অসাধারন কাজ।
৮| ১৬ ই অক্টোবর, ২০১০ রাত ৩:১৬
হাসান মাহবুব বলেছেন: @টাঞ্জু তোমার আসলেই সেই কপাল নাই। আপ্সুস।
হৈসেটা কি? মেইল দিয়া জান্তে চাইলাম কিছু তো কৈলানা। আই ডু কেয়ার ফর ইউ বেইবে!
১৬ ই অক্টোবর, ২০১০ রাত ৩:২০
শিমুল আহমেদ বলেছেন:
৯| ১৬ ই অক্টোবর, ২০১০ রাত ৩:৩০
টানজিমা বলেছেন: তিতা তিতা কথা কইয়া অহন ঝিগান হইছে কি....
১৬ ই অক্টোবর, ২০১০ রাত ৩:৩৫
শিমুল আহমেদ বলেছেন:
১০| ১৬ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:৫০
নিমা বলেছেন: অনেক সুন্দর একটা গান
১৬ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:২৩
শিমুল আহমেদ বলেছেন: ধন্যবাদ।
১১| ১৬ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:০০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সঞ্জীবের বহুরুপী অ্যালবামের "কালাপাখি" গানটি কেউ মেইল করলে কৃতজ্ঞ থাকবো।
অনেক খোজাখুজি করলাম। সিডি দোকান আর গোগলে।পাই নাই।
এটা আমার অসম্ভব ভালো লাগার একটি গান।
[email protected]
১৬ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:০২
শিমুল আহমেদ বলেছেন: আমার কাছেও নাই ভাই । থাকলে অবশ্যই পাঠাতাম।
১২| ১৬ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:৩৭
প্রজাপতি'র ডানা বলেছেন: গান টা অসম্ভব সুন্দর.....আপনাকে ধন্যবাদ এত সুন্দর গানটা শোনানোর জন্য.....
১৬ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:২৩
শিমুল আহমেদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।ভালো থাকবেন।
১৩| ১৬ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:২২
হায়রে ভালবাসা বলেছেন: ওয়াও..........
১৬ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫৮
শিমুল আহমেদ বলেছেন: আপনার ছবিটা কিউটাছে।
১৪| ১৭ ই অক্টোবর, ২০১০ রাত ১২:৫২
হানিফ রাশেদীন বলেছেন: সুন্দর গান।
২১ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৩১
শিমুল আহমেদ বলেছেন: ধন্যবাদ হানিফ ভাই। আপনার প্রো পিকটাতো অসাধারন হইছে !
১৫| ১৭ ই অক্টোবর, ২০১০ রাত ১:৩৮
চতুষ্কোণ বলেছেন: খুবি প্রিয় একটা গান।
২১ শে অক্টোবর, ২০১০ রাত ৮:২৯
শিমুল আহমেদ বলেছেন: আমারও
১৬| ১৯ শে অক্টোবর, ২০১০ রাত ৯:০৪
ফাহাদ চৌধুরী বলেছেন:
জানে কান্নার রং, জানে জোছনার ছায়া..
সঞ্জীব'দার অসামান্য ক্রিয়েসন!! অনেক ফেভ গান!!
২১ শে অক্টোবর, ২০১০ রাত ৮:২৯
শিমুল আহমেদ বলেছেন: আমার অনেক ফেভারিট। ধন্যবাদ।
১৭| ২২ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:১৭
শূণ্য উপত্যকা বলেছেন: প্রিয় একটা গান।
২২ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:২৬
শিমুল আহমেদ বলেছেন: আমারো অনেক প্রিয়। ধন্যবাদ ভাল থাকবেন।
১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ৮:৪৩
আহাদিল বলেছেন: অনেক দিন পর আবার শুনলাম গানটা তোমার ব্লগে এসে!
অনেক ভালো লাগার একটা গান।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১০ রাত ২:৩৮
টানজিমা বলেছেন:
দেব না প্লাস তুমায় দেব না প্রশংসা...
হৃদয় ওজার করেই দিলাম.......এক বুক ভালবাসা... :>
আমার অন্যতম প্রিয় একটা গান...