![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাখো মানুষের উত্তাল জনস্রোত আর গগন বিদারী শ্লোগান মুখরিত শাহবাগ প্রজন্ম চত্বর । রাজনৈতিক পরিচয়ের উরধে উঠে , ব্যাক্তিগত রাজনৈতিক পরিচয় ভুলে সধারন মানুষ গুলো শুধু একটাই দাবী বুকে আর মুখে নিয়ে একসাথে হয়েছে , হয়ে চলেছে , আর কোন দাবী নাই রাজাকারের ফাঁসি চাই । তুমি কে আমি কে ? বাঙালী বাঙালী । তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা । কি করে পারলো তারা ? কি করে পারলো তারা সেই অচেনা লাখো শহীদ আর সম্ভ্রম হারানো লাখো মা বোনদের নিজের আত্মীয় আপন জন করে নিতে । কি করে পারলো তারা এক সাথে হতে? না তাদের কোন টাকা পয়সা দেওয়া হয়নি , দেওয়া হয়নি ভালো ক্যারিয়ার আর টিউশনি আর কোন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার আশ্বাস । দেওয়া হয়নি বিনা হিসাবে বেহস্ত পাইয়ে দেওয়ার গ্যারান্টি । তার পরও তারা এসেছে। একসাথে হয়ে একি সুরে শ্লোগান ধরেছে । যারা জামাত শিবির করে অথবা যাদের বুকের ভেতর সামান্যতম দেশপ্রেমও নেই তারা এটা বুঝতে পারবে না । তারা শুধু অবাকই হবে, তারা ভেবে পাবে না কি করে পারলো তারা , কেন তারা পারল। এই প্রশ্নের উত্তর পাবে এখানে , শুধুই প্রজন্ম চত্বর শাহবাগে । চলে আসো বন্ধু । একবার এসে দারাও প্রজন্ম চত্বরের জনস্রোতে । একবার এসে দারাও গোল হয়ে বসে বা দাড়িয়ে শ্লোগান দেওয়া কোন একটা ছোট্ট ছাত্র জনতার দলের পাশে দেখবে তোমার ভেতর থেকে কে যেন কথা বলে। কে যেন বলে তুমি বাঙালী তুমি পারো না লাখো শহীদের রক্তের ঋণ শোধের যেই দাবী তাকে উপেক্ষা করতে । পারো না তোমার আত্মপরিচয়কে ভুলে থাকতে। আাবিষ্কার করবে তুমি নিজেকে, এক নতুন মানুষ হিসেবে। আবিষ্কার করবে নিজের ভেতরের সত্তাটাকে। দেখবে , এখানে কি অসম্ভব সুন্দর একটি স্বপ্নের জ্বাল বোনা হচ্ছে । দেখবে এক নতুন সূর্যোদয়ের আভাস । আগামী দিনের আমার বাংলা রাজাকার / কলঙ্ক মুক্ত , অন্যায় আবিচার , দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ হওয়ার শুভযাত্রা করছে । সবার আগে জাতীকে কলঙ্ক মুক্ত করি চল । তার পর একটা একটা করে সকল অন্যায় অবিচার আর শোষণের হিসেব নেওয়া হবে। শাহাবাগ প্রজন্ম চত্বর যে আলো জ্বালিয়ে গেল তা আর নিভবে না । এখন আমরা সহজেই অনেক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো একসাথে । সেই সাহস আর শক্তি আমাদের দিয়ে গেল প্রজন্ম চত্বর । আমরা প্রজন্ম একাত্তর দেশটাকে গড়বই গড়ব , স্বপ্নের মত করে। চলে আস ভাই, চলে আসো বোন, চলে আস বন্ধু। যদি দূরে থাকো তো মনে মনে আমাদের সাথে থেকো । বসে থাকার আর নেই সময় ডাক দিচ্ছে প্রজন্ম চত্বর, আসছি আমরা প্রজন্ম একাত্তর ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
শিমুল আহমেদ বলেছেন: ওদের নিস্তার নেই। আস্তাকুরে নিক্ষেপ করা হবে সব জামাত-শিবিরদের। একমত । বাঙালী জাগে না জাগে যখন জাগে তখন কাহিনী ঘটে যায় । এবার ওদের সত্যিই নিস্তার নাই ।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮
তাসজিদ বলেছেন: জয় বাংলা।
বাংলার জয়।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
শিমুল আহমেদ বলেছেন: জয় বাংলা । তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা ।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩
আগুয়ান বলেছেন:
কিছু কথা---
Click This Link
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
শিমুল আহমেদ বলেছেন: তোর লেখা পড়েই বুঝতে পারছি যে তুই একটা রাজাকারের বাচ্চা ছাগু । এত কথা শুনতেু চাইনা বল আগে তুই কাদের মোল্লার ফাঁসি চাস কিনা ? গোলাম আযম, নিজামি, মুজাহিদ, সাইদি লুচ্চা এদের মত প্রথম সারির রাজাকারদের ফাঁসি চাস কিনা ? চাইলে কত দিনের মধ্যে চাস ? আর শাহবাগে গেসিলি ওদের ফাসির দাবির সাথে সহমত পোষণ করতে ? যতই মিন মিন করিস যতই তেনা পেচাতে চাস এখন আর সেই দিন নাই । আর ধুলা দিতে পারবি না আমাদের চোখে আগে তোদের বাপদের ঝুলাইয়া নেই তার পর অন্য জালিমদের ধরব নিশ্চই ধরব । কিন্ত তোদের বাবাদের অনেক টাইম দুর্ভাগ্য ক্রমে দেওয়া হয়ে গেছে চল্লিশ বছর আর চল্লিশ দিনও আমরা প্রজন্ম একাত্তর দিতে রাজি না । বেশি ম্যা ম্যা করলে লাত্থি খাবি মাঞ্জা বরাবর ।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮
নবজন্ম বলেছেন:
সকল যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই -
লেখাটি সামুর প্রথম পাতার উপরে লেখা হোক।
চাই চাই ফাঁসি চাই , সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।
চাই চাই ফাঁসি চাই , সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।
চাই চাই ফাঁসি চাই , সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯
শিমুল আহমেদ বলেছেন:
সকল যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই -
লেখাটি সামুর প্রথম পাতার উপরে লেখা হোক।
আশা করি সামু ক্রতিপক্ষ বিষয়টা গুরুত্ব সহকারে ভেবে দেখবে।
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
আব্দুল মোমেন বলেছেন: চার দিক থেকে শয়তানরা কাজ করছে। আমাদেরকে সাবধান থাকতে হবে। সবাইকে শতর্ক হওয়ার ডাক দিচ্ছি। ধন্যবাদ।
লড়াই, লড়াই, লড়াই চাই
লড়াই করেই বাঁচতে চাই।
প্রয়োজনে বাঙ্গালী মরতে জানে, ইতিহাস সাক্ষী!!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১
শিমুল আহমেদ বলেছেন: অবশ্যই সতর্ক থাকতে হবে । চোখ কান খোলা রাখতে হবে । চিনে নিতে হবে ওদের ।
লড়াই, লড়াই, লড়াই চাই
লড়াই করেই বাঁচতে চাই।
প্রয়োজনে বাঙ্গালী মরতে জানে, ইতিহাস সাক্ষী!!
প্রয়োজনে আরও একবার প্রমাণিত হবে । রাজাকারের ফাঁসি ছাড়া রাজপথ ছাড়বো না ।
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: রাজাকারের ফাসি হোক
তাইত সবাই চায়
এক টা ইসুতে থাকা চাই
গৃহযুদ্ধ নয়
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
শিমুল আহমেদ বলেছেন: একটাই ইস্যু একটাই দাবী রাজাকারের ফাঁসি।
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
হাসান মাহবুব বলেছেন: দাবী শুধু একটাই।
সব রাজাকার আর দেশদ্রোহীর ফাঁসি চাই...।।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৩
শিমুল আহমেদ বলেছেন: দাবী শুধু একটাই।
সব রাজাকার আর দেশদ্রোহীর ফাঁসি চাই...।।
কেমন াচেন হাসান ভাই। অনেক দিন পরে আপনার সাথে আবার দেখা হল।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
তাসজিদ বলেছেন: ওদের নিস্তার নেই। আস্তাকুরে নিক্ষেপ করা হবে সব জামাত-শিবিরদের।