| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকেই নগ্নতা আর অশ্লীলতা নিয়ে অনেক লিখেছেন। আমিই বা বাদ যাই কেন, তাই না?
এখন বলুন তো, 'নগ্নতাই অশ্লীলতা নয়' এই কথা দ্বারা আপনি কি বুঝতে পারেন?
আমি যেটা বুঝি সেটা হল, যে নগ্নতা শরীরে কামত্তেজনা সৃষ্টি করেনা সেইটা বাদে বাকি গুলো অশ্লীলতা। যদি কেউ যৌন উত্তেজনা পেতে সিনেমা হলে যেতে চায় তাহলে তার না যাওয়াই ভাল। সে যেন পর্ন ছবি দেখে উত্তেজনা তৈরি করে।
নগ্নতা কখন অশ্লীলতা?
যখন নগ্নতা দেখানোর দরকার নেই তার পরেও দেখাচ্ছে এবং তা যৌন উত্তেজনা বাড়াচ্ছে।
ধরুন, আপনি একটা মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত সিনেমা দেখছেন। যেখানে ধর্ষনের পর একটি মেয়েকে নগ্ন করে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দেয়া হয়েছে। তার মুখ থেকে রক্ত গড়িয়ে দুই স্তনের মাঝ দিয়ে নিচের দিকে নেমে গেছে (অবশ্যই এসব জায়্গা ঘোলা করে দেয়া উচিত) দৃশ্যটি কল্পনা করুন। আপনিকি যৌন উত্তেজনা অনুভব করছেন? না, তাহলে এটি অশ্লীলতা নয়। আবার এই নগ্নতা যদি অন্যভাবে দেখানো যায়।
যেমন, সবাই জানি স্বামী স্ত্রীর সম্পর্কের কথা। তাই বলে যদি স্বামী স্ত্রীকে নগ্ন করে সঙ্গমরত অবস্থায় পর্দায় দেখানো হয় সেটাকি অশ্লীল হবে না? অবশ্যই হবে। কেউ যদি মনে করে, ওভাবে সঙ্গম দেখানো যাবে। তাহলে আমার ধারণা হবে, সে তার স্ত্রী/স্বামীর সাথে চন্দ্রিমা উদ্যানের মাঝে অনেক দর্শকের সামনে সঙ্গম করতে পারবে।
©somewhere in net ltd.