| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তক্ষকঁ
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
আমার আজন্ম ভুলগুলো আজ পাপে পরিনত হয়েছে।
আমার জন্ম একটা, দুটো,তিনটা নয়
অনেকগুলো ভুলের ভেতর।
সাতচল্লিশ আমায় জন্ম দিয়ে বেজন্মা বানাল
ভুলগুলো তার ও অনেক আগে।
আমার শরীরে বাধলে ধর্মের বোমা,আমার মনতল্লাটে শুধুই
সংস্কার।
আমার জন্ম, নাকি আমার বেজন্মা নাম ধারণ;
আমার আমিকে হারালাম কাটাতারে।
চলবে।
©somewhere in net ltd.