নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

লাল- সবুজের শাড়ী

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

লাল পেড়ে সবুজ শাড়ীটায় কত কষ্ট

কষ্ট এর সুতোয় গাঁথা;

বুকের গহীনে ব্যাথা ভীষন!

তার কাঁটার ছেড়াঁ ক্ষত অনেক দিনের

অনেক কালের হারানো ব্যাথায় রক্ত ঝরা

কাল শকুনের থাবার আঁচড় ব্ক্ষ জুড়ে।

এই শাড়ীটা-ই আমার মায়ের লজ্জা ঢাকত,

আমার মায়ের চাঁদ মুখে থাকত হাসি,অহর্নিশ

শাড়ীর আঁচল আমায় দিত মায়ার পরশ।

আমার বোনের লাজুক দেহ সামলে রাখা

এই শাড়ীটাই রক্ত ভেজা, আমার ভাইয়ের ক্লান্তির ঘাম

আদর করে মুছিয়ে দিত,জুড়িয়ে দিত সোহাগ ভরে।

এই যে শাড়ী আমার বসত,আমার গ্রামের সবুজ মাঠ

খাল ডিঙিয়ে এই শাড়ীটাই দেখিয়ে দিত অরুণ পথ

তুলোর হাওয়া নিয়ে যেত ঘুমের ঘোরে।

আমার মায়ের এই শাড়ীটা সপ্ত কোটির বর্ম ছিল

এই শাড়ীটা-ই প্রসব জ্বালার গন্ধ মাখা নতুন ভোর

আমার বুকে চেতনায় এক দ্রোহের আগুন।

আজ এ শাড়ী ছিন্ন করে অন্ধকারে হায়েনার দল

শাড়ীর ভেতর রক্ত ঝরায়,রক্তিম হয় সবুজ রং

টানছে এখন প্রগতীকে অন্ধকারে।

এই শাড়ীটাই আমার গর্ব, আমার সাহস-অহংবোধ

দেশ জননীর এই শাড়ীটা দেখায় মোদের রবির খোজ

আমরা বিপ্লবী আজ এই শাড়ীটার আচল তলে।

লাল-সবুজের এই শাড়ীটা তোমার আমার ধর্ম আজ

নয় হিন্দু-নয় মুসলিম সবার কাছেই মুকুট-তাজ

এই শাড়ীটা-ই দেশ মানুষের বিশ্বাস আর আব্রু-লাজ।

এই শাড়ীটা-ই তোমার আমার বিপ্লবের স্বপ্ন দেখা

এই শাড়ীটা পাওয়ার জন্যে “জয় বাংলা” বলতে শেখা।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.