![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
চেতনায় শাহবাগ
শাহবাগ ঘুমায় না
শাহবাগ জেগে থাকে;কাল থেকে কালান্তর শতাব্দী থেকে সহস্রাব্দ
পর্যন্ত ।
শাহবাগ ঘুমায়না।
শাহবাগ নির্ঘুম-সাহসী,
কাকরাইল রমনা-টি .এস. আজিজ মার্কেট-
যারা শাহবাগ’কে এতটুকুতেই চিনে
তারা জানেনা।
শাহবাগ আমার মায়ের হৃদয়,
শাহবাগ ঐক্যের প্রতীক
শাহবাগ বৈশাখী হৃকার,বরষার রিমঝিম।
শাহবাগ জেগে থাকে নিরন্তর-নিরবধি;
শাহবাগ ঘুমায় না।
শাহবাগ বাংলার বিস্তীর্ন প্রান্তর,
শাহবাগ প্রতি মানুষের আকাঙ্খার বিস্ফোরণ,
শহীদ মিনারে প্রতিটি শহীদের চেতনা।
শাহবাগ চীর যৌবনা,অক্ষয়-অমর।
শাহবাগ নির্ভীক,
শাহবাগ ভয়ে ভীত নয়।
শাহবাগ জেগে থাকে বিপ্লবীর আশায়
বিপ্লবের ভাষায় তার ভালবাসা ছড়িয়ে যায়
শত মাইল অবধি।
আমরা যারা ভয় পাই কাপুরুষের রক্তচোখে
শাহবাগ অভয় দেয়
শাহবাগ তৈরি করে প্রজন্মের যোদ্ধা।
যখন সমগ্র বাংলাদেম ঘুমিয়ে পড়ে
শাহবাগ ঠাই দাড়িয়ে থাকে
প্রহরী হয়ে।
এই শাহবাগ জেগে থাকবে,
এই শাহবাগ ঘুমাবে না,
এই শাহবাগ মাথা নত করবেনা অসুরের কাছে,
এই শাহবাগ দাড়িয়ে থাকবে চুড়ান্ত বিজয়ের
অপেক্ষায়;
মারতে চাইলে মারো,
বিপ্লবীর চেতনা মৃত্যুঞ্জয়ী
শাহবাগ চীরঞ্জীব
শাহবাগ অমর
শাহবাগ
জেগে
শাহবাগ
ঘুমায় না
শাহবাগ দুর্বার।
জয় বাংলা।।
©somewhere in net ltd.