![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
এখন যৌবন যার
যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়;
যুদ্ধ শুধু অস্ত্র হাতে নয়-
গোলাবারুদের নয়;
যুদ্ধ বেঁচে থাকারজন্য
পেটের জন্য।
যৌবন শুধু যুদ্ধের জন্য নয়
যৌবন শুধু যৌবতীর ওমের জন্য নয়;
যৌবন এগিয়ে যাওয়ার জন্য
যৌবন যৌবনের জন্য।
যারা ভেবেছ ফুরিয়ে গেছে-
সব,
তাদের জন্য এ স্তুতি নয়।
সময় এখন যৌবনের,
সময় এখন যুদ্ধের
সময় এখন বুঝে নেওয়ার
সময় এখন আদায়ের।
হে যুবক!
তোমার সামনে যে পাহাড় আজ
দাড়িয়ে মহাকাল হয়ে,প্রাচীন হয়ে;
তার জন্যই যৌবন,
তার পরিবর্তনের জন্যই
যুদ্ধ।
এখন যৌবন যার
যুদ্ধে যাওয়ার ,তার শ্রেষ্ঠ সময়
বিপ্লবীর এটাই মহাকাল
এটাই ভরা যৌবনাকাল।
©somewhere in net ltd.