নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

দগ্ধ মানবতা

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

মা আমি মনে হয় মরে যাচ্ছি-

আমার সারা শরীরে পেট্রোলের গন্ধ

দাউ-দাউ জ্বলছে আগুন;

আমার হাত, যে হাতে খুকুমনিকে খাইয়ে দিই

যে হাতে

ওকে আদর করি ,

যে হাত বাসায় ফিরে জড়িয়ে ধরে -আমার

সোনামণিকে,

সে হাতটা পুড়ছে।



মা গো-

যে বুকটাতে মুখ গুজে তুমি তোমার সোনা ছেলেটার

শরীরের গন্ধ নিতে,

সে শরীরে ভীষন যন্ত্রনা;

আমি পুড়ে যাচ্ছি মা।

মা গো মৃত্যুর যন্ত্রনা বুঝি এমন হয়!

তুমি তো কোন দিন আমাকে শেখাওনি-

মৃত্যুর কষ্ট।

আমার খুব কষ্ট হচ্ছে

আমার পা দুটো জ্বলছে ,

খুব দ্রুত পুড়ে যাচ্ছি।



আমার শরীরে সেক দিতে দু'হাতের মমতায়

আমি পেতাম উষ্ণতা, আমার তো কষ্ট হয়নি!



মাগো আমার খুব কষ্ট হচ্ছে,

আমার সোনামনিকে হয়তো

এহাতে, এ বুকে আর নেয়া হবেনা!

তোমার চোখে দেখা হবেনা আমার জান্নাত,

তার আগেই আমি নরক যন্ত্রনায় পুড়ে যাচ্ছি।



আমি হয়তো দু'এক মিনিটের মধ্যেই মারা যাব!



মা একটু জল দেবে?

বড় তেষ্টা পেয়েছে,

এমন তো কোনদিন হয়নি,

কোনদিন এরকম তৃষ্ণা অনুভব করিনি,

প্লিজ মা, একটু জল দাও।

আমার নিশ্বাসে-

এই মাত্র, আগুন বুকে ঢুকলো

আমি মরে যাচ্ছি

মা তোমরা ভাল থেকো

সোনা'মনিকে বলো এই রাষ্ট্রের কথা;

এই ডোমদের কথা

যারা রাষ্ট্র পোড়ায়,মানুষ পোড়ায়

ভালবাসা পোড়ায়;

আমার সোনামনির নীল আকাশ পোড়ায়

আমার সোনা মনির লাল-সবুজ স্বপ্ন পোড়ায়..........

.........মাগো আমি যাচ্ছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.