নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

ছায়া মানব!

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২





আমি বলি " চলো সব ভেঙ্গে দিই,গুড়িয়ে দিই অন্ধকারের পাহাড়

চারদিকে যা আছে অসংগতি;ঘুরপাক খাওয়া নীতির বিরুদ্ধে করি জিহাদ"।



ছায়া বলে -

"ভাঙ্গলে কি হবে?

সব বদলে যাবে?

আলোর দেখা পাওয়া এত সহজ?

বিবেক কি এত সহজেই বদলানো যায়?

তোমার আমার ভেতরের জানোয়ার এতসহজেই পালাবে?

জিহাদের রক্ত কি শান্তি দিতে পারে?

কে শুনবে তোমায়?

সময় যে বধির; অন্ধ!

চারদিকে দেখ মানুষের ভীড়ে মানুষ রুপী জানোয়ার

তাকে চেনা তো দুষ্কর, হয়তো বা আমিই সে!

দু'চার জন মিলে তুমি কি করবে,

বড় জোর রাস্তার মোড়ে কুকুর হতে হবে-

নয়তো জীর্ণ দেহের পাগল বলবে সবাই।

আধারের ব্যাপ্তি অনেক।

হাতের সামান্য লন্ঠনে তুমি কতটা জ্বালাবে আলো?

তারুন্যকে যারা বস্তাবন্দী করতে চায়,

তারা যে প্রাগৈতিহাসিক;

দেশ-কালে মিশে তারা শক্তিমান

অসীমের পানে চেয়ে তারা শুন্যতায়

গড়ে স্থাপনা।

যে বেশ্যা স্বভাব ধরে রাখে সামন্তের,

কালের পলি মাটিতে চলে চাষাবাদ

ইতিহাস যেখানে উলটপালট করে সভ্যতা

তোমার- আমার চোখ যেখানে কালো কাপড়ের মলাট বন্দী!

যদি সত্যি মানুষ ও হতে পারি তারপরেও থাকবে অশনীর দামামা।



বরং এগুতে হবে ধীরে, পা টিপে-

রাস্তা যে বড্ড পিছল!

ছড়িয়ে দাও অরুনোদয়ের তেজ এক থেকে দুই-

হাজার থেকে লক্ষ, লক্ষ থেকে কোটি ।

কথাকে কবিতা করে , আলোকে শক্তি করে

ক্ষুধিত মানুষের বুকে জাগাও সাহস।



আমি চারদিকে তাকাই,

খুজি সে ছায়া মানবকে,

ডান-বাম সর্বত্র তাকে খুজি

তার চোখ তার মুখ তার ভেতর বাহির

জানতে চালাই প্রবল শক্তি।



-------সে হারিয়ে যায় আবার ফিরে আসে।

বার বার

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.