![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
অরাজনৈতিক ছড়া?
আমার নেত্রী তোমার নেত্রী
বলে ছাগুর দলে
মুখে বয়ান, শ্লোগান বানায়
ঢোল ঝুলাইয়া গলে।
দেশটা নাকি জনতার
জনতার নাই খোজ
পাকী মনে সাদ বাদ আর
দেশপ্রেমিক হয় রোজ।
নেত্রী বলেন কাবাব বানাও
জনতায় রোজ নাস্তা
মসলা বানাও মসলা মেশাও
কড়াই টা হোক রাস্তা!
আমজনতার দাবীর জন্যে
প্রেমিক নেত্রীর কান্না
নিজের লাভেই সবকিছু হয়
মানুষ কেটে রান্না!
অমুক নেএীর কিছু হলে
জ্বলবে আগুন ঘরে ঘরে
নেত্রী হাসেন মুচকি মেকী
কয় কি ছাগুর দলে?
নেত্রী মোদের দেশপ্রেমিক
দেশ প্রেমিক? আচ্ছা!
পতাকা টা বাংলা নাকি
সাদ- বাদ এর সাচ্চা?
-----এই ছড়া টার সকল চরিত্র কাল্পনিক। এর সংগে বাস্তবতার মিল ব্যাপক। তবে কারোও সংগে যদি এর মিল খুঁজে পাওয়া যায় তবে তা কাকতালীয় মাত্র
©somewhere in net ltd.