নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

কবিতার জন্যই এসব!

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২





জানেন সাব?

কবিতা বড়ই সর্বনাশা;

সব কেড়ে নেয়, সব গিলে ফেলে-

দেদারছে!

এই কবিতা হামার বাপকে পেয়েছে,

হামার মা'কে করেছে একা;

হামার বোইনডার বিয়ার ঘর ভাঙ্গিছে -এই

কবিতা।

এই কবিতার জন্যি হুজুরেরা পাকিস্থান পায়নিকো;

দেশ ভেঙ্গেছে, হয়েছে বাংলা-

হয়েছে রক্তগঙ্গা।



এই কবিতা যে কি সর্বগ্রাসী!বোঝাতি পারবোনাকো।



এই কবিতা হামার ভিটে-হামার হালের গরু,

হামার বটগাছ; সব নিয়েছে!

সব!



আইজো এই কবিতার জন্যি ,

হামি নাকি দ্যাশের শত্তুর, এই কবিতা নাকি হামি মদের মতো

গিলি আর গিলি!



এই কবিতার জন্যি আইজও হ্যারা সব্বাই

হামাক মারতে চায়, চায় হামার কাফিরি

রক্ত!



এই কবিতা হামাক কাফির করিছে! নাকি

হামিই তাদের বইলেছি কাফির, যারা ধম্মের নামে খায় লোনা

রক্তের স্বাদ!



আহারে কবিতা!

এই কবিতার জন্যি দ্যাশে আইজও ব্যাল পড়ে, মানুষ মরে

শুন্য হয় কত ঘর ভাঙ্গে কত না বুকের স্বপ্ন!



আবারও শুনি জিন্দাবাদের ধমক

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.