নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

মনিরামপুরের ক্ষত এবং নিরব রাষ্ট্র!

১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৭

মনিরামপুর আমাদের কি শিখালো বা আমরা মনিরামপুরে কি করলাম! আমরা কি লজ্জায় ডুবেছি একটি বারও? কিংবা লজ্জায় আত্বহত্যা করেছি ক'জন। ক'জন চোখের জল ফেলেছি?







ভীষণ রকম ভাবে বুঝতে পারছি, আমরা যা চেয়েছিলাম, যা চাই কিংবা যা চাইব, তা অধরাই থেকে যাবে! কি চেয়ছি- একটা দেশ! চাওয়াটা তা বেশি ছিলনা! দু'শ বছরের পরাধীনতার আবর্ত থেকে বের হয়ে কিংবা পঁচিশ বছরের শোষন থেকে মুক্তি লাভ; কি এমন শিক্ষা দিল আমাদের। এর চেয়ে তো প্রাচীন, আদিম হয়ে থাকা-ই ভাল ছিল! যাহোক, প্রসঙ্গে আসা যাক:



খুব সম্ভবত ৫,৬ এবং ৭ তারিখ ও অদ্যবধি আমরা এ তথাকথিত সভ্য দেশে যা দেখলাম বা দেখছি, তা কি ১৯৭১ এর অসভ্যতার রিহার্সেল নয়? অভয়নগর নিয়ে সামান্য লিখেছি। তাই আজ মনিরামপুর নিয়ে লিখতে হচ্ছে।আমাদের মতো মানুষের লিখা না লিখায় তথাকথিত সভ্য দের কিছুই এসে যায় না, তবুও....।



'৭১ সালে দু লক্ষ মা'বোনের সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা, আপামর হিন্দু, মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের চুড়ান্ত ত্যাগের বিনিময়ে যে বিজয়, আজ তা কেন জানি মলিন-নিষ্প্রভ মনে হচ্ছে।







জেলার নাম যশোর। মনিরামপুর থানা।আমার বোন,আমার মা, আমার বধু যেভাবেই বলি না কেন---তাকে হত্যা করা হলো। হত্যা? আমিতো ওটাকে হত্যাই বলব। আমার সভ্যতাকে হত্যা করা হলো, আমার মনকে হত্যা করা হলো ,আমার বিশ্বাসকে হত্যা করা হলো,আমার চেতনাকে ছিন্ন-বিচ্ছিন্ন করা হলো! আমার নারী, আমার মায়ের লজ্জা হরন করা হলো! আমার কি অবশিষ্ট রইল আর !



মা আমার মসজিদ, মা আমার মন্দির, মা আমার গির্জা-প্যাগোডা!



মা আমার কাবা! মা আমার দেশ,মা আমার সকালের সুর্য!



আমরা যারা বড় বড় কথা বলছি দেশ নিয়ে, মানুষ নিয়ে, তারা কি একবারও ভাবিনা এসব নিয়ে------আরে সাহসী কুকুর হয়ে লাভ কি যদি না সময় মত ঘেউ করা যায়!







আমাদের বুদ্ধিজীবি, সুশিল নামক বড় টাকওয়ালা, লম্বা বাবরি ওয়ালা মানুষগুলো যারা গোলটেবিল বা লম্বাটেবিল বৈঠকের নামে সেইকলাবাগানের সতীর মতো ধর্মের কথা ন্যায়ের কথা বলে,তাদের ঘরে যে রমনী,যে মা কিংবা যে কন্যা সারাটা সময় মমতার চাদরে আবৃত করে রাখে সংসার নামকএকটি জীবন ইষকুল, তাদের মতোই তো মনিরামপুরের সেই মা; সেই নারী! তাদের মুখে তো কোন উচ্চবাচ্য শুনিনা। তাহলে কি ধরে নেব, একাত্তর তাদের কিছই শেখায়নি! নাকি মেনি মুখো কুকুর হয়ে যায় যখন এসব ঘটে যায় কোন এক সেমিনারের ফাকে!







"এদেশের সকল শিশু হবে পাক পাকিস্থানের ,এ জমিন করে দিয়ে যাবে পাকিস্থানের বীজে উর্বর"---এ কথাগুলো বিস্মৃত হওয়ার কথা ছিল, কারন ওরা নেই! তাহলে আজও কেন এ পবিত্র রক্তে ভেজা মাটিতে হিংস্রতার,আদিমতার বুনো কর্ষন! "মালোয়ান! ওরা পাকিস্থানের শত্রু ওদের খতম করা ঈমানী দায়িত্ব"। "আর ওদের মা, মেয়ে কিংবা বধু



গনিমাতের মাল--ভোগ কর, পাপ নেই বরং পূন্য"। আমরা কি এখনো চার পেয়ো জানোয়ার হয়েই আছি? আমরা কি পাক-সার জমিন সাদ-বাদ বুকি তুলে নিচ্ছি? এ দেশ কোন পথে এগিয়ে যাচ্ছে? রাষ্ট্র কি আমাদেরই আছে নাকি.........রাষ্ট্র এখন চার পেয়োদের গোয়াল ঘর.........!







আমার সন্তান কে কোন রাষ্ট্রের গল্প শোনাব ! কোন সমাজের কাছে রেখে যাব আমি! আমার স্ত্রী'র জন্য আমি কি , নিরাপত্তার প্রতিশ্রুতি দিতে পারছি? আমার সমাজ প্রতি সেকেন্ডে যেখানে ধর্ষিত হয়, আমার রাষ্ট্র যেখানে জন্তু জানোয়ারের অভয়ারণ্য হয়ে গেছে,



আমার একটা ঘেউ কি , কাউকে ভীত কিংবা সতর্ক রাখতে পারবে?







১৬ কোটি মানুষের এ রাষ্ট্র! গনতান্ত্রিক, মানবতাবাদী, কল্যানকর! সংবিধানের দ্বারা পরিচালিত ! কোন সংবিধান? যে সংবিধান আনা হয়েছে মা'য়ের ত্যাগ,ভাইয়ের রক্ত,



আমার বুবুর সম্ভ্রমের বিনিময়ে! সে সংবিধান তো প্যারালাইজড হয়ে গেছে!রাষ্ট্রও তাই! অভয়নগর জ্বালিয়ে দেয়া, আমার বোনের লজ্জা কেড়ে নেয়া, আমার বুক ভেঙ্গে দেয়া, আমার মসজিদ, আমার মন্দির গুড়িয়ে দেয়া চরম পরিনত জারজের দল,যাদের প্রান বায়ুর গতিতে প্রতিনিয়ত কমে আসছে প্রানের স্বদেশের আব্রু, চেতনা; এই সংবিধান তাদের বিরুদ্ধে কথা বলে না, এ সংবিধান তাদের চরম শাস্তির বদলে লালন পালন করে। চাইনে এমন সংবিধান।



বরং আমাকে একটুকরো কাপড় দাও, যে কাপড় আমার মায়ের চোখ মুছবে, যে কাপড় আামার বোনের লজ্জা ঢাকবে! "



আমি বাঙ্গালী, আমি জয় বাংলার লোক"-এ কথা বললেই আমাকে মেরে ফেলা হবেনা; গ্যারান্টি চাই। ভোট দিয়ে একপাল জারজের লালসার বীজে সিক্ত হবেনা আমার মা, আমার বোন! এ নিশ্চয়তা চাই।



হে রাষ্ট্র যদি না পার, তবে বলে দাও,



হে সংবিধান যদি বিদান দিতে না পার ,তবে বলে দাও-----



চাইনে তোমার নিরাপত্তার বিধান, চাইনে তোমার সহযোগিতা.......!







এ রাষ্ট্রকে আমরা আবার ঢেলে সাজাবো,আমার মা আবার হাসবে,আমার বোনের শরীরের ক্ষত শুকিয়ে চেতনার আবরন আসবে তার বুকে,



আমার কাবা, আমার মন্দির -আমার মসজিদ আবার জেগে উঠবে ! এমন সংবিধান আনবো যে সংবিধান দেবে স্বাভাবিক জীবনের নিশ্চয়তা! --------এ ঘুনে ধরা সমাজ বদলে দেবো আমরা-ই, কারন আমরাই সংখ্যাগরিষ্ঠ! জয় বাংলা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.