![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
চারদিকে জল মাঝে মাছরাঙ্গা পাখি,
আকাশে গহন মেঘ ,মন যে চাতকী।
ঝিল পাড়ে শাপলার স্বপ্নিল ঝাপি
হেথায় বারির ধারা গগন বিলাপী।
কুসুম কানন তলে ঝরা পাতা নাও
একাকী নাবিক তুমি কোন দেশে যাও?
বাহির বন্দরে ঘোলা দিবা কর
এখনি ঝরিবে বুঝি ধারা ঝর ঝর!
চাতক মনের মাঝে বিরহের আশ
জানিনে কোথায় থাক, কোথা বসবাস!
আকাশের প্রান্তে নীড়ের আশা
উড়ু মেঘে খুজে ফিরি আপন বাসা।
তারপর বারি ঝরে রিমঝিম স্বরে
কতনা স্মৃতির পাখি মনে ভর করে।
আসিও প্রানের সখা এমন এ সাঝ
বসিও হিয়ার মাঝে, করিও বিরাজ
©somewhere in net ltd.