![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
লাল সালুর এ দেশে আমি কি
ধর্ম নিরপেক্ষতার গন্ধ ছড়াতে পারি?
আমার আকাশ জুড়ে ছায়া ফেলে অধর্মের কালে শকুন,
মেঘে মেঘে ছড়িয়ো পড়ে যতো নাস্তিকতার বিদ্যুৎ
চমকায় অবিরাম,অবিরত বারি ঝরে -
যেন এসিড বৃষ্টি ভিজিয়ে দেয় সেক্যুলার মানব ভুমি।
আমি কিভাবে চাষ করব, ধর্ম নিরপক্ষেতার বীজ!
আমার মাঠে,আমার ঘাটে শুনি ধর্মের মহাজনীয় গীত
ফসল বুনে চলে দ্বিধাহীন, মাড়ীয়ে দেয় যত স্বপ্ন পলি
মিশে যায় নিমিশেই সকল ঐতিহাসিক ভাবনাগুলো
আমার বুকে জেগে থাকে কেবলই বিরান শুন্যতায় ফান্ডামেন্টাল চেতনা!
লাল সালুর এ দেশে আমি কি
ধর্ম নিরপেক্ষতার গন্ধ ছড়াতে পারি?
আজ শহরের প্রতিটা কোনায় জেগেছে ধর্মের দোকান
বেহেশত নাকি গেলেই পাওয়া যায়, কেনা যায় ছুফিবাদ;
দাম নিয়ে কোন আপত্তি নেই কারো,গেলেই মেলে-
সস্তায় বেহেশতি মওকা!
আমার পুরো শরীর জুড়ে নাপাকী গন্ধ ছড়িয়ে যায়
আর্যদের কুঠির অব্দি, তথাকথিত ধার্মিকের দল সরে দাড়ায়
লানত করে আর চায় আমার পাপে পুষ্ট মাংস-নাড়ি-ভুড়ি;
পুনশ্চ; আমি তবুও লাল সালুর দেশে ধর্ম নিরপক্ষেতার কথা বলি।
লাল সালুর এ দেশে আমি কি হেরে যাব,
যেমন হেরেছে আমার মুরুব্বিরা!
আমার এ দেশে কি ধর্ম বাচবে, নাকি মানবতার -
চাষাবাদে ফলবে ফসল প্রতি মানুষের চেতনায়
©somewhere in net ltd.