![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
বিবর্তন ও আমরা!
আমরা বিবর্তিত,আমরা বিবর্তিয়, দিনে দিনে হই গিনিপিগ
না হয় চার পেয়োদের কাতারে গিয়ে দাড়াচ্ছি;
আমরা জঙ্গল থেক ইট পাথরের সভ্যতায়
আমরা লতা চামড়ার আব্রু থেকে মহাসভ্য!
না হয় চার পেয়ো জানোয়ার, না হয় ড্রাকুলার
প্রাযুক্তিক ভার্সন-যাই হোক একটা কিছু।
আমরা ক্ষয়িত, আমরা গলিত লাশ-বিকট গন্ধের
সেপটি ট্যাংকে আবদ্ধ বিবেকী মানব।
কাল বেলার অরিন্দম আজ জীবন্ত ফসিল।
কত পথ পেরিয়ে,জল কাটাতার ডিঙ্গিয়ে ফুসফুসের
গায়ে সাহারা দগ্ধতা নিয়ে অবিরাম ছুটে চলা মাংসভূক;
না হয় মানুষ বলে-ভুল করে,আবারও যদি প্রাচীন হতে পারি।
আমাদের দিন,রাত কিংবা গা ঘেষা বাতাস
সর্বত্র বির্যের স্যাতসেতে মাখামাখী, মনের ভদ্দর আজ
ভীষণ কামুক! শুধূই শুক্রানুর নির্গমন ঘটায় ,
যাকে যেমন করে নিংড়ে নেওয়া যায়, অসীম প্রতিযোগিতা
চলে, বিবর্তিত সভ্যকূলে।
দেয়ালের চুন সুরকির খসে পড়া দেহের কংকাল, নাকি
চোয়ালে চোয়াল চেপে পড়ে থাকা ক্ষুধার্ত ভ্রাম্যমান দেহি;
একের পর এক জনতৃষ্ণা মেটানো মাটির মালসা!
আমরা বিগলিত, বিচলিত; অসভ্যতার রাস্তায় যাই হেটে
জিহবায় বিশাল অজগর লিকলিক করে কিংবা-
ইট চাপা দেয়া ফিকে ঘাসের মাঝে লুকিয়ে থাকা
কীট। আর কত, আর কি বাকী?
কথা ছিল ঝোপ ছেড়ে, গহীন থেকে বেরিয়ে আসার
কথা ছিল আলোকিত মানুষ হওয়ার,চারপায়ের খোলস ছেড়ে
মানুষের কাতারে দাড়াবার!
আজও বিবর্তন চলে মনে,মগজে; ডারউইন তত্ব
আজও কাজ করে মানুষ নামক, সভ্য নামক
আমাদের এই তথাকথিত আবাসনে,আমাদের সভ্যতায়
©somewhere in net ltd.