নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

একটি ত্যাগ,একটি বন্ধুত্ব ও ভালবাসার কবিতা!

২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০

একটি ত্যাগ,একটি বন্ধুত্ব ও ভালবাসার কবিতা!



আমার আকাশ তোমায় দিলেম লিখে

তুমি চাদর করে জড়িয়ে নিও গায়ে;

আমার শ্রাবন তোমায় দিল ছুঁয়ে

তুমি দু'হাত ভরে নিও সে জল তুলে।



আমার স্বপ্ন তোমার চোখে ভাসাই

তুমি স্বপ্ন বেঁধো নতুন দিনের আশায়;

আমার হাসি তোমার অথর জুড়ে

তুমি বেদন দিও আমার বক্ষ ভরে।



আমার সকাল তোমার নামে দিলাম

বিনিময়ে রাতের কান্না নিলাম;

আমার ভ্রমর তোমার করে নিও

শকুনো ফুলের ডালি আমায় দিও।



আমার চোখের আলো তোমার চোখে

পথ দেখাবে আলোয় অন্ধলোকে;

আমার আলো তোমায় দিয়ে আজি

জিতে গেলাম জিতিয়ে দেয়ার বাজি।



তোমার আকাশ অনেক বড় তাইতো সেথায় আছি

তোমার চোখে ঘুমাই এখন তোমার কাছাকাছি;

আমার ভ্রমর গান শুনিয়ে তোমার সপ্ন আনে

আমার সময় বেশ কেটে যায় তোমার গানে গানে!

-------------------------------( কবিতাটির একটা পট ভুমি আছে;বন্ধুরা যা তোমাদের জানানো প্রয়োজন মনে করছি।

বছর দশেক আগে;এক ছেলে আর একটা মেয়ের বন্ধুত্ব - খুব গভীর । একদিন ছেলেটা জানতে পারে দূর্ঘটনা বশত মেয়েটির চোখ দু'টো নষ্ট হয়ে গেছে। সে মেয়েটির কাছে যায় এবং তাকে সান্তনা দেয়। ব্ন্ধুত্ব শেষ হয়না। তা দু'বছর পরের কথা।

ছেলেটি ক্যান্সারে মারা যায়। মৃত্যুর আগে সে মেয়েটির চোখে আলো জ্বালিয়ে দিয়েছিল এবং মৃত্যুর আগে সে বলেগিয়েছিল আমি তমাকে ভালবাসি। ওর চোখে আমি বাঁচতে চাই।------------------------------মেয়েটির বর্তমান বয়স ৪০ কিংবা তার কম হতে পারে । আজো সে তার প্রিয় মানুষকে চোখে নিয়ে বেঁচে আছে। ছেলেটিই তার সংসার। কারন সে এখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। হয়তো হবেও না। পুনশ্চ: মেয়েটির আসল নাম ব্যাবহার করা হয়নি;বাকী সবই সত্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.