নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

জনতার মিছিল!

২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১

জনতার মিছিল!



তোমার এ প্রাচীর আজ যতই আড়াল করুক না কেন

আমরা অচিরেই আসব তোমার সমুখে-

বুঝে নেব হাজার বছরের দেনা পাওনা;আবার জাগবে

মুটে-মজুরের দল,শীতনিদ্রার দাবানল থেকে।



তোমার হাতের রক্ত যতই তুমি আড়াল কর

আমাদের দিতেই হবে প্রতি ফোটার হিসেব;

তোমার মসনদ ,তোমার রাজমুকুটে জড়ানো-

লোনা-গন্ধ, বিদ্রোহের আগুন হয়ে জ্বলবেই।



মাটির কসম, মায়ের কসম -তোমার বিচার হবেই

হে বিচারপতি! আমার ধানের হিস্যা, আমার যৌবনের হিস্যা

মিটিয়ে তোমায় দিতেই হবে-নইলে বজ্রকঠিন বিস্ফোরন

বুকে নিয়ে আসছে অর্বাচীন ভবিষ্যত।



রাজপথের প্রতি লাশের পচা গন্ধ মিশেছে বারুদে

বুকের জমিনে পুতে রাখা ল্যান্ড মাইন আজ প্রতীক্ষায়;

হয় ধান নয় প্রান, আমাদের প্রতি ইঞ্চি অধিকার আজ

তোমায় বিচার করবে বলে প্রস্তুত।



প্রতি মানুষের বুকে যে মঞ্চ আজ সজ্জিত ,

তোমার ফাঁসির জন্য হে রাজ বাহাদুর!

বিপ্লবী মুটে মজুরের গায়ের ঘাম, হাতে-শরীরে

জেগে থাকা রগ, আজ ফুসছে; বিদ্রোহে।



তোমার এ মসনদ তোমাকে ছাড়তেই হবে

যতই তুমি মৃত্যুর ভয় দেখাও, আমরা আজ দুর্বল নই!

আসছি চেতনার মশাল হাতে,তোমার দিন শেষ

আজ শুধুই আমাদের ;প্রস্তুত হও কায়েমী রক্তচোষা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.