![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
ভালবাসি বলে!
দ্বিধাহীন নির্লিপ্ততায় আজ বলতে পারি, আমি ভালবাসি তোমায়।
ভালবাসি তোমার সব; যা আছে তোমার আষ্টেপৃষ্টে ,
চোখের হেয়ালী, চোখের ভরা গাঙ্গের নায়া হয়ে আমি পাল তুলি
অবিরাম;কারন তোমায় আজ বলতে পারি- তুমি আমার।
পাতাকুড়োনির মত আমি কুড়াই আর কুড়াই-
তোমার মনের সব ঝরা পাতা; আমি তোমার প্রেমকুড়ানি।
নির্দিধায়-এক নি:শ্বাসে আমি বলতে জানি আমার ভেতরের
সকল প্রতীক্ষার সালতামামি ; তোমার পায়ের ছাপ মিলিয়ে
তোমার কাছে হেঁটে যাই! যেমন হেঁটেছে যাযাবর।
আমি আজ চিৎকার বলতে পারি-তোমায় ভালবাসি।
পাহাড়ের বুক বেয়ে নেমে আসা ঝরনা; পাথরের বুকে ফেনিল ধারা
কিংবা ঝুম বৃষ্টির মায়া ভুলে আমি তোমার জন্য দিতে পারি সব,
যা আছে আমার জন্মাবধি; যা আছে বুকের জমিনে ফলিত।
আজ আমার কোন ভয় নেই;তোমায় ভালবাসি বলে-
মনন জুড়ে তোমার জন্য বসন্ত -পলাশ ডালা সাজিয়েছি,
নিজেকে র্যাটেলের ছোবলেও বিষাক্ত মনে করিনা।
অপলক,নির্বাক হয়ে আজ তোমার চোখে তাকাতে পারি,
তোমার চোখে দেখি আটলান্টিকের ঢেউ,শুধু ভালবাসি বলেই!
আজ ভালবাসি বলেই ;তোমার জন্য একশত একটা লাল গোলাপ
নিয়ে রাস্তার মোড়ে দাড়াতে পারি, হতে পারি বদ্ধ উন্মাদ!
©somewhere in net ltd.