![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
তোমাতেই সব!
----------------------শাহজাহান পারভেজ রনি
কোথাও যেতে হবেনা,
যা কিছুর আমার প্রাপ্তি-অপ্রাপ্তির
জ্বালা-দহন,সুখ-সারি,গহন-উজান! সাদা-কালো!
আমার যা কিছু অচেনা-অদেখা ,যোগ-বিয়োগের ভুল
যন্ত্রনার দংশন,কিংবা প্রচন্ড রকম তৃপ্তি;
নিল বিরহ- বসন্তের হলুদ,কৃষ্ণচুড়ার দগদগে লাল,
শান্তির কবুতর ,আষাঢের কান্না
বিষাদের বিষ,শান্তির সুরা,যৌবনের তাড়ন।
কোথাও যেতে হয়না
যা কিছু আমার শুন্য খাতায়,হিসেবের রকমফের
অশনী,অকাল কিংবা সকালের স্নিগ্ধতা! উথাল-পাথাল!
আমার যা কিছু পাওনা-দেনা,হাহাকার-
ক্লান্তির আকাশ,কুয়াশার হীম কিংবা নীলাচলের বিশালতা
ভ্রান্ত-উদাসী চোখ,হেয়ালী শরৎ, কাঁশবনের আন্দোলন
খেয়া পারের অপেক্ষা, জোয়ারের মাতম
বুকের জমিনে রুক্ষ দূর্বা,শিশিরের কৈশর।
কোথাও আমার যেতে নেই;যেতে হয়না।
তোমার চোখে অপলক তাকিয়েই ;পূর্ন আমার
চিরচেনা আকাঙ্খা;তোমাতেই আমি লিন!
©somewhere in net ltd.