![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
চেতনার ঘুণ পোকা।
----------------------শাহজাহান পারভেজ রনি।
শরীরের আনাচে-কানাচে যে যার মতো খাচ্ছে;
খাচ্ছে মাথার ঘিলু, হাত পায়ের অস্থি-মজ্জা, কন্ঠনালী
মনের বিসন্ন প্রজাপতি আর ফেরেনি অভিমানে-লজ্জায়,
আর মনের অরন্যে ডাকেনা কোকিল;শুধু-
কট্-কট্-কট্-কট্ করে খোদাই করে নচ্ছার ঘুনপোকা।
ফুসফুস জুড়ে নিকোটিন ছড়িয়ে ভেবেছি, ঘুণের দল পালাবে
ভয়ে নয়তো ফুরোবে তার জৌলুস। হায়রে নচ্ছার ঘুনপোকাদের দল!
আকাশের সাদা মেঘ, বৃষ্টির ধারা, বুকের জমিনে পতপত করে উড়ন্ত
লাল ঘুড্ডি-সুতো শুধু কেটেই চলে কট্-কট্-কট্-কট্ শব্দে
খেয়েই চলে আমার অপরিণত ভাবনাগুলো-অক্লান্ত ভাস্করের ন্যায়,
ঘুণেরা ফেঁড়ে ফুঁড়ে চৌচির করে যত সব বাঁধানো স্মৃতি,
হাতুড়ী-বাটাল চালায় অবিরাম; ভিতরের সব আসবাবগুলো -
কাঁদে অনর্গল, খোদানো যন্ত্রনায়,রক্ত দানা বেঁধে থাকে হৃদপিন্ড জুড়ে,
চেতনায় ঘুণগুলো ক্রমাগত খোদাই করে আমায় ভাস্কর্য বানাবে বলে!
©somewhere in net ltd.