![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
বঞ্চনার কথা ও শুকোরের দল!
আমরা আছি ঘুপতি গলির ফাঁকে কিংবা নর্দমার ময়লা-প্যাকে একাকার হয়ে
আমরা থাকি গাঁ এ গাঁ ঘেষে যেমন থাকে শুয়োর ছানা গুলো;
রাস্তার মোড়ে ময়লা ঘেটে খাওয়া নেড়ী কুকুর হয়েই আমরা ঘুমাই-জেগে থাকি।
আমাদের শরীরের ময়লা গন্ধে শহর জুড়ে বাতাস হয় ভারী;আমরা ভিখীরির বাচ্চারা-
এভাবেই তোমাদের কপালে লটকাই ধনীর সিকিউরিটি স্ট্যাম্প,
তোমাদের জুতোর তলায় চাপা পড়ে আমাদের হাসি-কান্না!
আমরা আছি অতি সভ্য নগরের জঞ্জাল হয়ে কিংবা তথাকথিত শুয়োরের পাল,
আমরা বেঁচে থাকি তোমাদের করুনায়, তোমাদের দাঁতের ফাঁকে থাকা খাদ্য কনার
সমান ক্ষিধেও থাকতে নেই আমাদের; আমরা আরো তলানীর নিকৃষ্টতম!
আমাদের নিংড়ে নিয়ে এ সমাজ আজ দানবীয় পুষ্ট,আমার রক্ত-ঘামে-
গড়ে ওঠে বাস্তু সভ্যতা-অনেক মাংস নাড়ি-ভুড়ি ,চামড়া- ঘিলু তোমাদের জোগায়
প্রোটিন! সব নিয়ে যেও কংকাল টা বাদে, কারন আমার শুয়োরের ছানার ওটাই তো পরিচয়পত্র।
"সরে দাড়া শুয়োরের বাচ্চা! বেজায় গন্ধ তোদের গায়ে"-কত শুনেছি সভ্যতার শুরু থেকে!
শহরের একপাশে প্রতিদিন বসে শুয়োরের মেলা ভাতের জন্য- অক্সিজেনের জন্য,
তোমাদের কামের আগুনে ঝলসে যায় রোজ প্রতিটি শুয়োরে খোয়াড়;আজ পরিপূর্ণ।
নেড়ী কুত্তাটা মরলে বৃষ্টিতে ভেজে, রোদে শুকায়, পচে যায় নিরবে সবার চোখের সামনেই
তোমরা নাক চেপে,চোয়ালে চোয়াল চেপে দ্রুত পার হও মরা পচা এড়িয়ে;
তোমাদের ঘরে তখনও ছড়ায় বায়ু সুগন্ধির প্রচন্ড তেজ, তোমরা বিস্মৃত হও মরাটাকে।
আমরা আজোও আছি শুয়োরের দল হয়ে ,আমাদের সন্তান গুলো শুয়োর হয়েই বাড়ছে
আমাদের শুয়োরের মেলা আজ পরিপূর্ন তোমরা মানুষদের পাশ কাটানোতে;
এ মেলায় আজ লটারি হচ্ছে কে আগে মরবে, ডাস্টবিনের কুত্তা হয়ে!
আমাদের খোয়াড়ে আজ আকু-পাকু শুয়োরের ময়লা শরীর জুড়ে অদ্ভুদ ঘ্রাণ,
মৃত্যুর ঘ্রাণ! বাতাসে বয়ে তোমার দখিনা বারান্দায় ছড়ায় পচা শুয়োরের গন্ধ ,
তোমার সভ্য শরীরে আজ শুয়োরের ছায়া ভর করে, ফলিত বঞ্চনায়
©somewhere in net ltd.