![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
দয়িতারা আজ সুখেই আছে!
দয়িতারা আজ সুখেই আছে;
সুখেই আছে সুখ বিকিয়ে
তোমার কাছে -আমার কাছে।
দয়িতারা বেশ সুখেই আছে!
তোমার মনের আমার মনের,
কামের আগুন নিভিয়ে দারুন
সুখেই আছে!
দয়িতারা আছ সুখেই আছে!
তোমার আমার ঘর সাজালো
নিজের ফুলের গন্ধ ঢেলে;
আহা গন্ধ ঢেলে বুকের ওমে
উষ্ণ দারুন আগুন জ্বেলে,
সবার গায়ের গন্ধ গুলো
রেখে দিল নিজের কাছে!
দয়িতারা বেশ সুখেই আছে।
এই সমাজের বাঁকা চোখে চোখ রাখিবার
সাহস নিয়ে, ভীষন রকম কষ্টগুলো-
বুকের মাঝে দাফন দিয়ে
দয়িতারা আজ সুখেই থাকে!
আহা!সুখেই থাকে
সুখের অসুখ বুকে চেপে,
এই সমাজের ময়লা-ধুলো চেটেপুটে,
তোমার আমার পাপগুলো সব-
যা আছে আজ তোমার -আমার,
নিজের করে নিয়ে ভীষণ সুখেই আছে।
দয়িতারা আজ দারুন সুখে ;সুখেই আছে!
দয়িতাদের নীলাভ আকাশ
তোমায় -আমায় আকাশ চেনায়,
আকাশ দেখে মানুষ রুপে বাঁচতে শেখায়,
বাঁচায় মোদের,প্রকট মরন বুকে চেপে-
দয়িতারা আজ মরতে জানে,রোজ রাতে-
তাই বাচতে চেয়ে সুখেই আছে।
দয়িতারা আজ সুখেই আছে!
খোপায় গাঁথা শুকনো ফুলে
রাতের ক্ষত-দু:খ ভুলে
তোমার-আমার সকল চাওয়ায়-
সকল পাওয়ার ফুল ফুটিয়ে,
এই আধারে গন্ধ বিলোয়,
মানুষ রুপী নরের কাছে।
দয়িতারা আজ সুখেই আছে!
দয়িতারা বেশ সুখেই আছে।
শুকনো ফুলে খোপা এটে
দয়িতারা আজ সুখেই আছে।
--------- (দয়িতাদের জন্য)
©somewhere in net ltd.