![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
মানুষের জন্য।
আমি ছুটে চলি মানুষের স্রোত ঠেলে,মানুষের গায়ের গন্ধ নিয়ে,
আমি ছুটে চলি শহর নগর, গঞ্জ-গ্রামের, গলিত-দলিত অধিকার আদায়ে-
অবিরাম ছুটে চলি মানুষের এটো ভাতে উদর ভরাতে।
কবেকার উড়গ সভ্যতার পদবুলি শুনতে শুনতে ক্লান্ত বয়েসী বিদ্রোহ;
কবেকার ফেলে আসা শহরের চুন-সুরকির পুথি, আমার অরিন্দম রক্তে
জাগায় জোয়ার,আমি শন শন বাতাসে ছুটে চলি সকালের আগে সূর্য ধরতে।
আমি ছুটে চলি বিবেকের ফসিলটাতে জাগাতে প্রান, মানুুষের জন্য মানুষ হতে,
আমি ছুটে চলি পার্ক-স্টেশনের পানে যেথা অবাঞ্চিত জনপদ, চষে বেড়ায়
জীবনের অনুর্বর ভূমি, ফলাতে একমুঠো ক্ষুধায় এক চিমটে উপশম।
সাদা-কালো চোখের কোটরে কবেকার লেপ্টে থাকা সুখের বুনো পায়রা,
ধুসর মরুর বুকে কবেকার রক্তাত্ব ক্যাকটাস, মিছে ঘ্রাণ ছড়ায়
জাগায় স্বাপ্নিক হওয়ার,দ্রোহী হওয়ার উপলক্ষ,আমার অরিন্দম চেতনায়।
আমি ছুটে চলি জীবনের বীজ বুনে যারা, জীবনের কাছে যায় হেরে , প্রবল অভাবে
আমি ছুটে চলি তোমাদের -আমাদের আঙ্গিনায়,যেথা কোন এক কালে ছিল বিবেক
আমি ছুটে চলি মানুষের কঙ্কালে গড়তে উর্বর সভ্যতা;সবুজ সভ্যতা!
ধুন্দুমার আকালে শুকিয়ে যাওয়া পেট,তৃষ্ণায় গজানো আর্তনাদ; চলে সেই কবে থেকে,
মুষ্ঠিবদ্ধ হাতের দূর্বল রগে আঁকা মানচিত্র বেয়ে এগিয়ে যাওয়া একাল,
অধিকার /আদায়ের দহন যন্ত্রনায় কেঁপে ওঠে আমার অরিন্দম বুনো হুংকার!
আমি ছুটে চলি মানুষের ভীড়ে মানুষের লোকালয়ে, মানুষ হবো বলে
আমি ছুটে চলি বিবর্ণ আকাশের গা ঘেষে, মানুষের ঘুমে সপ্ন হতে-রঙিন স্বপ্ন;
বাঁচার স্বপ্ন, বাঁচানোর স্বপ্ন; আজ স্বপ্ন গুলোও যে বড্ড পুঁজিবাদী
©somewhere in net ltd.