![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
ভোঁদাই!
যা কয়েছ তাই মেনেছি
যা ভেবেছো তাই
সোনার মানুষ সামনে ডাকো
আড়ালে যে ভোঁদাই!
ঘর খেয়েছ, খর খেয়েছ
গাছ তলাতে থাকি
কাড়ছ সবই যখন তখন
নাঙ্গা হওয়াই বাকী।
আমার গতর ঘামে ভেজা
তোমার ঘানি ঘুটে
আমার থালার খাদ্য সবই
খাইছো চেটেপুটে।
যা কয়েছো তাই জেনেছি
যা ভেবেছো তাই
সোনার মানুষ কিইনা বানাও
সিরকম এক ভোঁদাই!
তোমার গোলায় ধানে ভরে
আমার মাঠের ধান
বেকুব আমি বুইঝা না পাই
তোমার মনের গান।
বেবাক জানে আমি জানি
তোমার পানের লাল
আমার রক্ত চুষে তুমি
রাঙাও তোমার গাল।
যা করেছো তাই মেনেছি
যা বলেছো তাই
বেঁচে আছি যেমন বাঁচাও
হয়ে বেকুব- ভোঁদাই!
©somewhere in net ltd.