নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

গণ দাবীর যাত্রা!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮

গণ দাবীর যাত্রা!



তোমাদের বুটের তলায়- পায়ের নিচে চাপা পড়া যতো অধিকার

আমাদের চোখের ভাষায় যে করুন আর্তনাদ, শোকের মাতম;

কাল আর সাদা চামড়ার মাঝে সুকৌশলে যে প্রাচীর তুলেছ সৃষ্টির শুরু থেকে

আজ কাঁদে নিদারুন; তোমাদের নিশ্চুপ থাকা কালের দরজায়।



ক্ষুধিত আত্বারা আজ ছুটে চলে দেশ-মহাদেশে,কংকালসার এ সভ্যতার বুকে

যতো একেছ বঞ্চনার আলপনা,দারুন হাতে;

ছুটে চলা সময়ের পিঠে সওয়ার হয়ে প্রতি জনপদ ধেয়ে আসছে -

অভিযোগ নয়, দাবী আদায়ে।



যন্ত্র-যন্ত্রনার আঘাতের দায়,প্রাগৈতিহাসিক শোষনের তীব্র বানের জল

ভেসে আসে রঙ্গিন সময়ের রক্তাত্ব প্রান্তরে, দায় আজ দাবীকে জানায়-

ফসলের হিস্যা,রক্তের দাম;

তোমাদের হাতে গড়ে ওঠা সভ্যতায় চরম ঘূর্নিপাকে আকাশে ওড়ে কালো শকুন

খাবলে খায় অভুক্ত জনপদের প্রতি বিবেক। আমরা বসে থাকি তোমাদের উঠোনে।



জনপদের প্রতি প্রান আজ ধর্ষিত হয় বারবার-ক্রমাগত, তোমাদের বির্যে দ্যাখো জন্মায়

সরস-সতেজ ভ্রুন;কাঁদতে নয় চিৎকার করে জানায় আগমন। সরব- আক্রোশে!

আমাদের ঘর-কাঠ-চৌকাঠে যে ফুল্কি জ্বলছে,কাল-মহাকাল ধরে,

যে তীব্র যন্ত্রনায় মা হয় প্রতিটা সময়, মায়ের মাতৃত্ব আজ ঘুম থেকে ওঠে দাড়ায়

অভিযোগ নয়, অধিকার বুঝে নিতে।



টগবগে তথাকথিত সভ্যতার চর আজ আগাছায় পরিপুর্ন, জলের ভুলে আজ বিরান

তোমাদের আত্বস্থ প্রেতাত্বারাও আজ জনপদের শ্যাওড়া তলে ভীড় করে

ভাঙ্গাচোরা অধিকারের আয়নায় কোটি বিবেকের মুখ প্রতিফলিত হয়, আকাশ-আসে নেমে;

মৃত্যুর হিসেব কষে তৈয়ার হয় আমলনামা, আরজি নয়, অভিযোগ নয়

তোমাদের বুুটে লেপ্টে থাকা প্রতি ইঞ্চি পদাঘাতের হিসেব নিতে। আসছে গণ দাবীরা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.