![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
এক প্রস্থ বিরহ!
আমার একটা কষ্ট ছিলো
আমার খানিক দু:খ ছিলো
বুকের মাঝে চিনিচিনিয়ে
দহন ছিলো,
গ্রহন ছিলো ,
প্লাবন ছিলো চোখের নদে
ভীষন রকম যন্ত্রনাতে
ক্লান্তি ছিলো,
ভ্রান্তি ছিলো,
শ্রাবন ছিলো মেঘ বরষায়
সব হারাবার কাঁদন ছিলো
আগুন ছিলো,
ফাগুন ছিলো,
চৈত্র ছিল সবুজ কেড়ে
তোর লাগি এক মায়া ছিলো
ছায়া ছিলো,
কায়া ছিলো,
কায়া ছিলো আমার ভেতর
দেহের বাঁকে ঘুর্নি ছিল
তুর্নি ছিলো,
পূন্যি ছিলো,
তোর লাগি এক ভালবাসার
বসত ছিল,বাসা ছিলো
আশা ছিলো
ভাষা ছিল
আমার একটা কষ্ট ছিলো
তোর লাগি এক দু:খ ছিলো
বুকের মাঝে চিনচিনিয়ে
দহন ছিলো।
©somewhere in net ltd.