নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

জোৎস্নার কবিতা!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯

জোৎস্নার কবিতা!



চাঁদ এসে রােজ সাতরায় আমার আটপৌড়ে বিছানায়,আমার রমনীকে সাজায়-

তুমুল আনন্দে। ভাঙ্গা বেড়ার ফাঁকে খেলা করে আমার সকল সুখের দুগ্ধপোষ্য ছানাগুলো;

আমি বিচলিত হয়ে তাকাই আকাশের জমিনে, নীল চাদোয়ায় ঢাকা।

শন-উলু খাগড়ায় জোনাকির আলো ছিটকে পড়ে নিদারুন জৌলুসে,জাগায় জোৎস্নায় জোয়ার-

আমার আটপৌড়ে সুখ সারিদের নদে।



কবেকার ফসলের মাঠ মৌনতা ভেঙ্গে খিল-খিল সুরে হাসে বাতাসের সহবাসে,

চাঁদ চেয়ে থাকে আড়চোখে; লজ্জায় হয় নত-আমার সফেদ-নিটোল বিছানায়,

আমার রমনীর চিবুকে আঁকে চুম্বন।

বাঁশবনের গহীনে জেগে ওঠে যত কাল হুতোমের দল, খায় লুটোপুটি ঝিঁ-ঝিঁ ডাকা মৌনতায়;

শন-শন বাতাসে আমার ভাঙ্গা বেড়ায় বাজে সুরের বেহাগ,দুর আকাশের ভরা যৌবনে-

চাঁদ তখনোও চেয়ে থাকে আমার আটপৌড়ে ঘরে, আমার বিছানায়। লজ্জাবতীর মতো

যায় চুপসে ,আর এক সকালের শঙ্কায়; ঘরে ফেরে আটপৌড়ে জোৎস্না

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.