নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

মন খারাপের দিন!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২

মন খারাপের দিন!



আজ আকাশের মন ভালো নেই, সাথে আমারও!



ধুম ধরে ধাকা আকাশের মনে আজ কিসের আওয়াজ ,তোলে প্রবল আলোড়ন;

সংসারী মানুষের বুকে উতাল ঢেউ বয়ে যায়, ভাঙ্গে পাড়- একুল ও কুল,

পাখিরাও তাদের ঘরে ভালো নেই, কানামাছি দিনগুলি যেন কেমন হেয়ালী চোখে তাকিয়ে

তথাকথিত ভালবাসার আঙ্গিনায়!



আজ আকাশের মন ভালো নেই , সাথে আমারও!



দুরের ইমারত গুলো গায়ে শ্যাওলা নিয়ে নত মুখে আছে চেয়ে, রাস্তার বাকে বাকে মলিন

ইট-পাথরের খামাল, গড়িয়ে চলে নোংরা পানির স্রোত; স্বশব্দে ফুঁসে ওঠা রেলের হুইশেল

অনেক সময় হলো বাজেনি! নিদারুন কষ্টে থাকা মেঘ গুলো কাঁদতে গিয়েও ঘুমিয়ে পড়েছে;

শহরের রোদগুলো আজ সংবাদের শিরোনাম!



আজ আকাশের মন ভালো নেই , সাথে আমারও!



ছিপছিপে গাছগুলো এখনও ইশারায় হয়নি কাতর, চরম বিরহে চাতকীর মতো

বাতাসে আজ আনাগোনা - আকাশের আসমাণি রঙ, আকাশের ভাটায়;

ফুলেরাও আজ জবুথবু হয়ে ঝরে পড়েছে, ফোঁটার আগেই, লুকোচুরি দিনে -

সদ্যভুমিষ্ট সম্ভাবনার পাল খোয়াড়ে বিভোর অলস ঘুমে!



আজ আকাশের মন ভালো নেই, সাথে আমারও!



বয়েসী বটের চোখে আজ বয়:ভারের সুস্পষ্ট ছাপ, কতদিন ছোঁয়া হয়নি মাটিকে!..

ভীষণ অভিমানের গোমড়া মুখ চেয়ে থাকে এক পসলা রোদের জন্য, গায়ে মাখবে বলে;

ঘর-সংসার ভুলে অচেনা তাপস আজ হেঁটে চলে মন খারাপের পথে, থমথমে বটের ছাঁয়,

ঘাসের গায়েও ঘাস ফড়িং আজ আঁকেনি চুম্বন!



আজ আকাশের মন ভালো নেই, সাথে আমারও!



এই তো সেদিন আকাশ কুয়াশার কাছে ছিল দয়িতাদের মতো, সুখে-সম্ভোগে

কেটেছে অনেকটা সময়; প্রজনন হীন সহবাসে তবু জন্ম নিল ফাগুন,

ফাগুনের আগুনে পুড়লো অভাজনের দু;খের নরক, আমাদের বিপুল- কষ্টগুলো

উড়াল দিয়েছিল আরেক নরকে, আকাশ নিয়ে এল নীল ,অবারিত নীলের মেঘদল!



আজ আকাশের মন ভালো নেই, সাথে আমারও!



আকাশের বুকে জমাট -গুমোট অভিমান, সময়ের পিয়ানোতে বাজতে থাকা টুং টাং

আজ বাজে;তুমুল ভাবে বাজে উপোস থাকা শরীরির বুকে, ধোয়া মাখা পথিকের আলো

ফুরিয়ে যায় তিল তিল করে,শুধু কাব্যরা সুরাপানে হয় যৌবনা, জলসা মাতায় কাব্যের নগর নটি,

আর ....আমি এবং আমার আকাশ থাকি চেয়ে! কারন আজ মন খারাপের দিন!



আজ আকাশের মন খারাপের দিন, সাথে আমারও!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.