![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
বয়েসী প্রেম!
আজ কেবলই দু'জন মানুষ, দু'জনের মুখোমুখি চেয়ে রয়,
চোখের ভাষায় কথা হয় দু'জনায়, আজ কতকাল পরে এসে মন কেমন যেন করে;
ঠোট কেঁপে কেঁপে ওঠে, হয়তো সেই কথা যা এতোদিনেও বলা হয়নি!
আজ কেবলই চেয়ে থাকার দিন। কেবলই চেয়ে থাকে দু'জন!
সেই কবেকার কথা, জীবনের ষাট টি বসন্ত পেরিয়ে আসা মানুষ দুটি-
কি বলতে চায়, কত রং, কত মাখামাখির দিন খরচায় এই বসে থাকা,
এই, চোখের গভীরে শুনশান আক্ষেপ, হয়তো যা এখনও দেখা হয়নি!
আজ কেবলই চেয়ে থাকার দিন। কেবলই চেয়ে থাকে দু'জন।
গত সময়ের হাতে তুলে দেয়া যৌবনের বৈঠা,আজ নিরব, খেলেনা জলের সাথে জল কেলী,
শরীরের ওমগুলো গায়ে গতরে মাখার যে কি আনন্দ, বয়েসী তাড়ন গুলো ওদের দমায়নি
এখনও, ভালবাসতে বাসতে ওদের ভালবাসা পরিনত হয়, প্রজননের গর্ভাশয়ে,
আজো দু'জন হাতে হাত রেখে বসে থাকে অশনীর ডাকে সাড়া দিতে। কবে কার পালা;
কখন কে যাবে কার আগে এই নিয়েই ছোট্ট ঘরে ওঠে তুমুল হৈ-চৈ!
আজ কেবলই বসে থাকার দিন। কেবলই চেয়ে থাকার!
যাদের জন্য এই যৌবনের ফিকে হওয়া, যাদের জন্য এককালের কত ঘাম - কত ক্লান্তি গেছে উবে,
যাদের জন্য সাজানো স্বপ্ন বাগান,ফুল-পাখিদের আনাগোনা, রক্তের প্রতি ফোঁটা ব্যায়িত,
এই ষাট বসন্ত শেষে নতুন এক বসন্ত ওদের জন্য এখনও মেলে ধরে রঙ্গিন প্রজাপতির পাখা।
আজ কেবলই চেয়ে থাকার দিন, ওরা কেবলই মুখোমুখি চেয়ে থাকে!
" এই তুমি আমায় কতটুকু ভালবাস"-আজ এতটা যুগ পরেও এমন প্রশ্নে ওদের মনে-
জাগে শিহরন, এখনও ওদের মনে ভালবাসার জন্য ছেলেমানুষী আকুপাকু করে,
এখনও ওরা গহীনে হারিয়ে যাওয়া চোখের রেখায় দেখে সূর্যরাঙ্গা ভোর।
আজ চলেযাবার বেলায় তবুও ওরা চেয়ে থাকে। কেবলই চেয়ে থাকে!
আজ বেলা শেষে জীবনের খেরো খাতায় লাভ -লোকসানের হিসেব অবান্তর
বয়সের ভারে নুয়ে পড়া জীবনের সন্ধাবেলায়- মন যেন কি চায়, কি যেন বলে ফিসফাস শব্দে,
কত রং, কত আগুন,কত ফাগুনেের হাওয়া গায়ে মেখে যারা জীবনকে করেছে চাষ,
তারা আজ প্রশ্ন করে " তোমার আগে যদি আমিই চলে যাই তাহলে কি করবে তুমি?"
হঠাৎ- নিরবতা নেমে আসে ছোটও ঘরে, সাড়া শব্দ হীন নিরবতায় মেলেনা উত্তর!
আজ ষাটটি বসন্তের শেষেও ওরা চেয়ে থাকে মুুখোমুখি, কেবলই চেয়ে থাকে।
আজ তোমাদের মিছে বাসন্তি রং হার মানে ওদের বয়েসী বসন্তের কাছে,
ওদের বসন্ত আজ ফিরে যাওয়ার অপেক্ষায়, তবুও যৌবনা, তবুও ফুরোয়নি একটুও;
তোমাদের বসন্ত বড্ড কম জুরি ওদের চোখের পাতায়।
আজ দু'জন শুধু চেয়ে রয় যাবার প্রতীক্ষায়, মুখোমুখি। চোখের কোনে ওদের, এ কিসের জ্বল ঝরে পড়ে?
আজ কেবলই চেয়ে থাকার দিন, মুখোমুখি বসে! কেবলই চেয়ে থাকে দুই জোড়া চোখ-চোখে,চোখে।
©somewhere in net ltd.