![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
মায়ের জন্য শোচনা!
সেই কবে ফেলে এসেছি আমার মায়ের কুটির, ছনপাতার ছাউনি আর ভালবাসার মন্দির,
সাময়িক মোহ-মায়ার হাত ধরে এসেছিলাম ইট-পাথরের সভ্যতায়;
হয়তো সামান্য আয়েশ কিংবা আপাদমস্তক ভদ্দর লোক হতেই, হয়ে গেছি স্বার্থপর।
মা বলেছিল " বাছা আমার ভাল থাকিস, বড় হ"!
আমি আজ অন্ধ সভ্যতায় অনেক বড় হয়েছি, বড় হয়েছে আমার ঠাট-বাট, আমার পোষা কুকুরগুলোও;
জীবনের বাঁক গুলো আজ ফুঁলে ফেপে অনেক হৃষ্টপুস্ট,বড় হতে হতে আমার মোহ-মায়ারও দানবীয়,
সুখ-বেদনার রকমফের খুব বেশি দুবোর্ধ্য!
মা মাদুলী দিয়ে বলেছিল ' খোকা গলায় বাধিস, হুজুরের দোয়া,ভাল থাকবি।"
আমি আজ ভাল আছি; ভাল থাকতে থাকতে ভুলে গেছি বেমালুম, আমার শিকড়,
আমার আতুর ঘরের মিঠে গন্ধ, নিদারুন স্বার্থপরতায় মায়ের গর্ভ কেও ,
একে কি ভাল থাকা বলে? সব ছেড়ে-ছুঁড়েএ কেমন ভালো থাকা!
পয়সা কামাই করতে করতে এক বিকলাঙ্গ মানুষ হয়ে আমি আজ কাঁদি, কেঁদেই চলি,
বিশ্ব-সংসার তন্ন তন্ন করে খুঁজি আমার মায়ের সেই ক্লান্ত চোখের মমতা, আচলের ছোঁয়ায়
মুছে যাওয়া তামাম কষ্টের মেঘ; আমি সভ্যতার বালুতে হাতরে চলি হারানো মাদুলী।
মা'গো বলতে পারো- "আমার কেন এমন হলো, আমি তো এমন হতে চাইনি,আমার চারদিকে
সব ঠাট-বাটেরা আজ দাঁত কেলিয়ে হাসে; আমার বিবেক, বোধ আমায় ছেড়ে গেছে অনেক আগেই,
তোমার জন্য দু'মুঠো ভাতের ব্যাবস্থাও করা হয়নি"।
এই যে ঘর গেরস্থালী, এই যে চকচকে সভ্যতা, এই যে এতো এতো আভিজাত্য ,বিলাসী ঘুম,
আজ এতটা কাল পরে এসে মনে হয়, সবই ফাঁকি;তোমার -আমার ছনপাতার ছাউনিতে আর কিছু না হোক
সুখ তো ছিল,ছিল শাকপাতা সিদ্ধ অমৃত!
"খবর পেলে একবার দেখে যাসরে বাপ"- মায়ের এমন আব্দার শুনেছিলাম শেষ বার!
আমার সভ্যতা, আমার ভেতরের মেকি ভদ্দর লোক আমায় শেকলে বেঁধে প্রহার করেছে,
আমি এক অদৃশ্য বাঁধনে আটকে শুধুই কাঁদি এখন,আমার যে কিছুই করার নেই;
আমার ভেতরের রক্ত মাংসে পাই পচনের আভাস!
মা'গো ক্ষমা করো, তোমার চলে যাওয়ার পথে আমিও এসে গেছি,আর তো ক'টা দিন বাকি!
এই ভরা আকালের বিরান সভ্যতার বুকে, আমিও তোমার মতোই নিক্ষিপ্ত এক মানব;
প্রকৃতির কি নিয়ম! আমিও তোমার মতোই আমার সন্তানের পথ চেয়ে একাকী বসে ,সভ্যতার কুটিরে!
মা আজ ঘুমিয়ে, ঘুমিয়ে থাকে, হাজার আর্তনাদেও জাগেনা মায়ের ভাঙ্গাচোরা কবর!
©somewhere in net ltd.