![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
ঘুম শক্তি!
ঘুম শুধুই অলস করে দেয়; মিথ্যে কথা, ডাহা মিথ্যে!
ঘুমাতে ঘুমাতে কুকুর গুলোও আজ বাঘ হয়ে গেছে,
যারা জেগে থাকে তারা কি ক্রমাগত বিবর্তনে-
বেড়াল হয়নি?
আজ আগ্নেয়গিরি ঘুমায়, ঘুমায়; শুধুই ঘুমায়,
তাই বলে কি আর কখনোই জ্বলবে না সে!
ছাই ভস্মেরা তো ছুটতেই চায়!
ঘুমের মানুষেরা অলস ঘুমায়; মিথ্যে কথা!
মিথ্যের একটা সীমা থাকা চায়, মিথ্যা তো অসীম নয়!
ঘুম পাগল প্রান্তিকেরা সেই কবে ঘুমিয়েছে,
তাই বলে ভেব না সে মৃত; দেখ ঘুম থেকেই
ওরা শিখে নেবে, বুুঝে নেবে প্রাগৈতিহাসিক হিস্যা!
আমিও তাই ঘুমের মাঝে করি সত্যান্বেষণ!
©somewhere in net ltd.