![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
লাল পিপড়ে-কালো পিপড়ে!
লাল পিপড়ে কালো পিপড়ে হেঁটে হেটে চলে আমাদের স্বপ্নে ,আমাদের চেতনায়;
আমাদের আপাদমস্তক চিন্তা দখল করে নেয় লাল পিপড়ে কালো পিপড়ের দল,
লাল পিপড়ের সিদুরে লাল হয় এখনও কালো পিপড়ের উঠোন,
কালোরাও কম নয়; লাল পিপড়ের মিছিলে তোলে শ্লোগান; সেই শুরু থেকে।
শিমুলের ফুল কালোকে ছুঁয়ে করে অপবিত্র, কালো যে ভীষন লজ্জিত হয়,
জবারাও কালোকে একদা-এখনও করে অসুচী; তুলসীর বেদীতে গঙ্গাজলের -
ঝাপটা এখনও ভগবান মিলিয়ে দেয়, কালোদেরও কি পেতে নেই!
লাল- কালোদের ঝগড়ায় বাধ সাধে আজান- আর চন্ডিপাঠের আসর।
লাল পিপড়ের সারিতে কালো ব্যারিকেড তোলে ধুসর পিপড়ের পাল,
কালোদের কলরব ছাপিয়ে পড়ে তুলসীর বেদীতে, ধুসর মহাপতঙ্গ মুচকি হাসে,
শিমুলের ফুল গড়িয়ে এখন কালোদের চৌকাঠে,ধুসরের কিছুই করার নেই;
লাল পিপড়ে -কালো পিপড়ে হেঁটে হেঁঁটে চলে জবা শিমুলের তোড়া হাতে!
আমাদের চেতনায় লাল-কালো পিপড়ে আজ অনেক বড় হয়েছে, যুগের মহাকালের
অনুর্বর পথে তারা গলাগলি ধরে হেঁটে চলে, চরম দু:সময়ে তারা এগিয়ে চলে,
দলাদলির ক্ষতে আহত লাল পিপড়ে -কালো পিপড়ের শরীর থেকে ফিনকি দিয়ে-
ছোটে রক্ত; একি লাল পিপড়ে- কালা পিপড়ের শরীরে যে একই রঙ!
লাল -পিপড়ে কালো পিপড়ে এখন বুঝতে পারে শিমুল, জবার কষ্ট,
হাঁটতে হাঁটতে পৌছাতে চায় রক্ত রঙের যৌক্তিকতায়!
©somewhere in net ltd.