নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

বাবার ঘুম!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০

বাবার ঘুম!



বৃৃষ্টিস্নাত সুবহি সাদিকের খানিক আগে, মসজিদ হতে ভেসে আসা মুয়াজ্বিনের আহবান-

"আস্ সালাতু খাইরুম মিনাননাউম-সালাত ঘুম হইতে উত্তম"।



সারারাত তো ঘুমিয়েই কাঁটালে বাবা,এখন ওঠ ; মসজিদে যেতে হবেনা!

উত্তর মেলেনা; শুধুই নিরবতা!



এ কোন ঘুমে ঘুমায় বাবা আমার? যে কিনা আযানের আগেই উঠতো নামাজে যাবে বলে,

যে কিনা নামাজের প্রথম কাতারে হাজির হতো ছওয়াব হাসিলের লোভে,

সে কিসের অভিমানে এতটা নিদ্রামগ্ন আজ !



বাবার হাতেই লাগানো শিউলি বকুলের দল ,গন্ধ ছড়ায় প্রতি রাতে, সকালে;

আজ তো ধুপকাঠিরাই সব দখল করে নিল, শিউলি বকুল কেন কথা বলেনা;

বাবা তুমি ওঠ!



দেখ তোমার সন্তানেরা তোমার ঘুম ভাঙ্গাতে সুদুর অদুরের পাড়ি ভেঙ্গে মিশেছে,

সাজানো মোহনায়; সুখের -অসুখের ছোট্ট কুটিরে!

একি! সবাই কাঁদছে কেন!



বাবাতো এর আগেও ঘুমিয়েছে, সারারাত; কই কখনোও তো কেউ কাঁদেনি!

আজ সব যেন অন্যরকম ভাবেই এগিয়ে চলেছে বাবার ঘুমের পাশাপাশি;

তাই বলে কাঁদতে হবে!



মানুষ মারা গেলেই তো খাটিয়া করে গোরস্থানে নিয়ে যাওয়া হয়,

দাফন হয়; আমার বাবাকে কেন ওটাতে তুলে দিচ্ছে সবাই? কেন?

বাবা তুমি তো ঘুমিয়েই আছো-মাঝে নামাজ টা পড়লে না, তাই বলে ওরা.....!



বাবার কোল্ড এলার্জির সমস্যা; পরিবারের সবাই জানে;

অল্প -আধটু ঠান্ডায় পায়ে মোজা পরতে দেখেছি,তাকে কিনা পাতলা চাদরে ঘুমাতে হবে,

এই তোরা কে আছিস, জানিস না বাবার ঠান্ডায় সমস্যা হয়!



কেউ শোনেনা!...............................................



বাবা ঘুমিয়ে আছে, এখন বেশ বুঝতে পারি বাবা আর জাগবেনা, কখনোই;

শীতটাও জেঁকে বসেছে; এক কম্বলে ঘুমাতে বড্ড কষ্ট হয়,আমার মায়ের সবারই!

সবারই কষ্ট হয় এই শীতে।



বাবার জন্য তো কোন কম্বলের ব্যাবস্থা করা হয়নি, বাবার তো অনেক কষ্ট হচ্ছে,

বাবাতো ঠান্ডা সহ্য করতে পারেনা, পারতোনা কোন কালেই;

এত বড় ভুল- অন্যায় করে ফেললাম!



বাবাকে খুব করে মনে হয়, যখন মসজিদ হতে ভেসে আসে প্রতি সুবহি সাদিকের খানিক আগে-

"আস্ সালাতু খাইরুম মিনান নাউম-সালাত ঘুম হইতে উত্তম"-বাবা ডেকে বলতো - আব্বা ওঠ,

নামাজে যেতে হবে"-



আজ কেউ অমন করে আর ডাকেনা। "সালাত ঘুম হইতে উত্তম" -জেনেও বাবার ঘুম আর

ভাঙ্গেনা; আর ভাঙ্গবেও না কোনদিন, বাবাতো এখন ঘুমের দেশের মানুষ;

বাবা তো এখন চরম স্বার্থপর ,নিজের ঘুম নিয়েই ব্যাস্ত!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.