নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

অনভুতি!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৩

অনভুতি!



জন্মাবধি এ বিশ্বসংসারে শুনে আসছি ভাঙ্গনের সুর;

কি আকাশে কি জলের অতল গহীনে;

চারদিকে কেবলই ভাঙ্গন, ভাঙ্গন আর ভাঙ্গন!

জন্মটাই বোধ করি ভাঙ্গনের ফসল।



আকাশের বুকে মেঘ গুলো হঠাৎ করেই ভেঙ্গে গেছে,

সমস্ত অহংকার চূর্ণ -বিচূর্ণ হয়ে, দেখি বকের পাল উড়ছে কেবলই।



বাতাস ও ভেঙ্গে খান খান হয়, বাতাসের বুকেও ভাঙ্গনের সুর শুনি

উত্তরের বদলে দক্ষিন মুখীতায়, আহা ভাঙ্গনেও বাতাস গা ভাসায়!



নদী ভাঙ্গনের সুর, সে তো কবে থেকেই নিয়মিত নৈমিত্তিক

সিকস্তির বীর্যে প্রজনন ঘটে পয়স্তী বিরান।



তোমাদের শহরেও কি ভাঙ্গন নেই?



পথ চলতে দেখি হাতুর, মুগুরের ঘা এ ভেঙ্গে যায় কত পাথর সংসার,

ভাঙ্গে পুরনো ইমারতের অতীত যৌবন, প্রচন্ড কাপুনিতে!



ভাঙ্গে জানালার কাঁচ, ভাঙ্গে কাঁচের সৌখিন ফুলদানী

ফুলদানীতে সাজানো নারীও ভাঙ্গে একদিন!



জলের বুকে ঢেউগুলোও ভাঙ্গে বৈঠার তল্লাটে, ভাঙ্গে জলের ঘর,

জলের চালা- জলের ভেতরে সাতার কাটে মাছ,সেও ভাঙ্গে সংসার সমেত।



ঘরের মধ্যে নি:শ্বাস ভাঙ্গে প্রবল উত্তেজনায়, ঘামেরা ভাঙ্গে তার যত আড়ষ্ট;

উত্তপ্ত মানব-মানবীর কর্ষন শেষে জল ভাঙ্গে অকৃপন!



কেবলই ভাঙ্গনের সুর শুনি চারিদিকে।



একদিন আমার মনও ভেঙ্গেছিল, তবে শব্দ বিহীন নিরবতায়;

ভাঙ্গন যে আমার একান্ত বাধ্যগত বৈষয়িক ব্যাপার............!

তবুও আমি ভাঙ্গনের মাঝে একাকী নিজেকেই ভাঙ্গি,

ভাঙ্গনের সুর আরো সুরেলা হয় ক্রমান্বয়ে!এখনোও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.