নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

আঁধারী কষ্ট!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৪

আঁধারী কষ্ট!



আঁধার নামে ঘর জুড়ে, মন জুড়ে ভীড় করে যত নচ্ছার সপ্ন তারা

বিবেকের ক্ষতে মাখানো মলম যায় শুকিয়ে , দগদগে ঘা'এ আবারও লাগে পচন ,

পচতে পচতে বিবেক যখন ছাল ছাড়া কংকাল হয়ে ওঠে, তখনই আঁধার এসে ঘিরে ধরে

ঘুমচিতে সাতার কাটা এক মানবীর শরীর -মন, যাপিত যৌবন।

ঘুমের দুষ্টুমিরা , কামুক ক্লান্তি নিয়ে দেয় ছুট-সঞ্চিত যতো আবেগের ভান্ড হয় নি:স্বার

একাকি মানবীর ঘর হয়ে ওঠে লেনদেনের তফশীলি ব্যংক,

লাভ-ক্ষতির ধার না ধারা এক আঁধারী লোভ কাছে আসে, খুব কাছে;ভীষণ কাছে।



দরজার শিকল দাত এটে থাকে, জোড়া তালি বিছানার ক্ষেতে শুরু হয় চাষ

শিৎকারে শিৎকারে চলে দানবীয় লাঙ্গল, অবিরাম কর্ষন হয় মানবীর দেহ ভূমি

আঁধার থাকে আরো নিবিড় হয়ে, আঁধারে মাখামাখি হয় মানবীর জন্মগত কষ্টগুলো।



অনেক লাঙ্গল, চাষাবাদ শেষে ফসল ফলে, ফসল বেড়ে ওঠে, ফসলের নির্যাসে

ভেজে ঘুপচির আধারী উদ্যান, অত:পর একশত টাকার ভবিষ্যত দিন আসে

অনেক ফসলের দামে, আধাঁর ঘর জুড়ে পড়ে থাকে মানবীর জীবন্ত শব।

আধাঁর নামে ঘর জুড়ে, আবারও.......প্রতিদিন।



মানবীর আমলনামায় লিখা হয় নৈমিত্তিক নির্বাসন, ঘামে ভেজে সভ্যতার ঘুপচি আঁধার।



আঁধার নামে ঘর জুড়ে, মন জুড়ে ভীড় করে যত নচ্ছার সপ্ন তারা

বিবেকের ক্ষতে মাখানো মলম যায় শুকিয়ে , দগদগে ঘা'এ আবারও লাগে পচন ,

পচতে পচতে বিবেক যখন ছাল ছাড়া কংকাল হয়ে ওঠে, তখনই আঁধার এসে ঘিরে ধরে

ঘুমচিতে সাতার কাটা এক মানবীর শরীর -মন, যাপিত যৌবন।

ঘুমের দুষ্টুমিরা , কামুক ক্লান্তি নিয়ে দেয় ছুট-সঞ্চিত যতো আবেগের ভান্ড হয় নি:স্বার

একাকি মানবীর ঘর হয়ে ওঠে লেনদেনের তফশীলি ব্যংক,

লাভ-ক্ষতির ধার না ধারা এক আঁধারী লোভ কাছে আসে, খুব কাছে;ভীষণ কাছে।



দরজার শিকল দাত এটে থাকে, জোড়া তালি বিছানার ক্ষেতে শুরু হয় চাষ

শিৎকারে শিৎকারে চলে দানবীয় লাঙ্গল, অবিরাম কর্ষন হয় মানবীর দেহ ভূমি

আঁধার থাকে আরো নিবিড় হয়ে, আঁধারে মাখামাখি হয় মানবীর জন্মগত কষ্টগুলো।



অনেক লাঙ্গল, চাষাবাদ শেষে ফসল ফলে, ফসল বেড়ে ওঠে, ফসলের নির্যাসে

ভেজে ঘুপচির আধারী উদ্যান, অত:পর একশত টাকার ভবিষ্যত দিন আসে

অনেক ফসলের দামে, আধাঁর ঘর জুড়ে পড়ে থাকে মানবীর জীবন্ত শব।

আধাঁর নামে ঘর জুড়ে, আবারও.......প্রতিদিন।



মানবীর আমলনামায় লিখা হয় নৈমিত্তিক নির্বাসন, ঘামে ভেজে সভ্যতার ঘুপচি আঁধার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.